• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:০৩:৩০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:০৩:৩০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কেরানীগঞ্জে টিস্যু ফ্যাক্টরির রোলারে পেঁচিয়ে যুবকের মৃত্যু

২৩ জুন ২০২৩ সন্ধ্যা ০৭:৫৪:৫৪

কেরানীগঞ্জে টিস্যু ফ্যাক্টরির রোলারে পেঁচিয়ে যুবকের মৃত্যু

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: কোমড়ে কোন প্রকারের সুরক্ষা বেল্ট ছাড়া কাজ করতে গিয়ে জননী টিস্যু নামের ফ্যাক্টরির রোলারে পেঁচিয়ে আকাশ (২২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। ২২ জুন বৃহস্পতিবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জের  তেঘুরিয়া পূর্বদি মুজাহিদ নগরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আকাশ শেরপুরের জিনাইগাতি থানাধীন বানিয়াপাড়া গ্রামের মো. জালাল উদ্দিনের ছেলে। তিনি অন্যান্য শ্রমিকদের সাথে ফ্যাক্টরির ভেতরেই থাকতেন।

জানা যায়, বৃহস্পতিবার রাতে ফ্যাক্টরটিতে কাজ করার সময় রোলারের ভেতরে কাঁচামাল ঢালতে গিয়ে পা পিছলে মেশিনের ভেতর পড়ে গিয়ে মারাত্মক আহত হয় আকাশ। অন্যান্য শ্রমিকরা তাকে উদ্ধার করে রাত সাড়ে ১১টার দিকে আহত অবস্থায়  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে একটায় তার মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা জননী ট্রান্সপোর্টের ম্যানেজার মোহাম্মদ মাসুদ জানান, প্রতিষ্ঠানটিতে দিনে রাতে দুই শিফটে কাজ চলে। রাতের শিফটে আকাশ রোলার মেশিন মাল ঢালতে গিয়ে অসাবধানতাবশত মেশিনের বেল্টে পেঁচিয়ে মারাত্মক আহত হয়। অন্যান্য শ্রমিকের সহযোগিতায় দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার এস আই আল- মামুন জানান, ঘটনাস্থলে গিয়ে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫