শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুর -১ সংসদ সদস্য ইকবাল হোসেন অপু বলেছেন, ২০০১ সালে আমাদের বিরুদ্ধে যেমন ষড়যন্ত্র হয়েছিল, এখনও হচ্ছে। এ ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, তাহলে আমাদের কোন ক্ষতি করতে পারবে না। আমরা ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনাকে টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী বানাবো। কোন ষড়যন্ত্র করে শেখ হাসিনাকে থামানো যাবে না।
২৩ জুন শুক্রবার বিকাল সাড়ে ৫টায় আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শরীয়তপুরে আয়োজিত এক র্যালি পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দেওয়া রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শরীয়তপুরে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে জেলা আওয়ামী লীগের উদ্যোগে এক বিশাল বর্ণাঢ্য র্যালি বের হয়। শরীয়তপুর পৌরসভা সংলগ্ন শহীদ মিনার থেকে শুরু হওয়া এই র্যালিটি শহরের চৌরঙ্গী মোড় বঙ্গবন্ধুর ম্যুরাল এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।
র্যালিতে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার, সাধারণ সম্পাদক অনুল কুমার দে প্রমূখ।
এসময় আরও উপস্থিত ছিলেন যুগ্ম-সাধারণ সম্পাদক মির্জা হযরত আলী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান উজ্জ্বল আকন, জেলা যুবলীগের সভাপতি এম এম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক নুহুন মাদবর, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সামিনা ইয়াসমিন, শরীয়তপুর পৌরসভার মেয়র পারভেজ রহমান জন, প্যানেল মেয়র বাচ্চু বেপারি, জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি ওদুদ সরদার, সাধারণ সম্পাদক আলমগীর হাওলাদার, জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক আসমা আক্তার, যুগ্ম-আহ্বায়ক পান্না খান, যুগ্ম-আহ্বায়ক চন্দনা দে, জেলা ছাত্রলীগের আহবায়ক মহসিন মাদবর, যুগ্ম-আহবায়ক রাশেদুজ্জামানসহ জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
র্যালি শেষে কেক কেটে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available