ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: প্রায় ২৩ বছর নিখোঁজ থাকার পর ফজিলা খাতুন্নেছা (৫৫) নামের এক বাংলাদেশি ভারত থেকে নিজ দেশে ফিরেছেন। ২৩ জুন শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ফজিলাকে তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। এতে সহায়তা করে আগরতলার বাংলাদেশ হাইকমিশন।
ফজিলার বাড়ি ঝিনাইদহের বিশায়কহালি এলাকায়। তার বাবার নাম মো. খাইবার আলী।
ভারতে বাংলাদেশের সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ জানান, প্রায় ২৩ বছড় আগে ফজিলা বাড়ি থেকে নিখোঁজ হন। তিনি কীভাবে ভারতে গেলেন তা এখনও স্পষ্ট করে জানা যায়নি। তবে ভারতে তিনি মানসিক ভারসাম্যহীন অবস্থায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হন। পরবর্তিতে আদালত তাকে আগরতলার একটি মানসিক চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা দেয়। চিকিৎসা শেষে সুস্থ হওয়াতে তার পরিচয় সনাক্ত করে দেশে ফেরত পাঠানোর উদ্যেগ নেয়া হয়।
ফজিলাকে হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন তার স্বজন এবং বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তাবৃন্দ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available