• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৪১:০৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৪১:০৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

মতলব উত্তরে বিপুল অস্ত্রসহ ডাকাত দলের ৩ সদস্য আটক

২৪ জুন ২০২৩ দুপুর ১২:১৫:৪১

মতলব উত্তরে বিপুল অস্ত্রসহ ডাকাত দলের ৩ সদস্য আটক

মতলব উত্তরে বিপুল অস্ত্রসহ ডাকাত দলের ৩ সদস্য আটক

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বিপুল পরিমাণ অস্ত্রসহ ডাকাত দলের ৩ সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড। ২৪ জুন শনিবার সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।

এসময় তাদের কাছ থেকে একটি দুইনলা বন্দুক, বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- মো. আরিফ হোসেন (২৩), সাব্বির হোসেন (১৯) ও ইমন হোসেন (১৯)। তারা সকলেই চাঁদপুর জেলার মতলব উত্তর থানার এখলাসপুর গ্রামের বাসিন্দা।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার আনুমানিক ভোর ৪ টায় সময় বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন অধিনস্থ বিসিজি স্টেশন চাঁদপুরের লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ানের নেতৃত্বে জেলার উত্তর মতলব থানাধীন এখলাছপুর গ্রামে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন একটি বাড়িতে তল্লাশী করে ডাকাতির কাজে ব্যবহৃত ১টি দুইনলা বন্দুক, ১টি রামদা, ১টি চাইনিজ কুড়াল, ৩ টি ছুরি ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ ৩ জন ডাকাত দলের সদস্যকে আটক করা হয়।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, এখলাছপুর চাঁদপুর হতে দূরবর্তী, বিচ্ছিন্ন এবং জনশূন্য হওয়ার সুযোগ কাজে লাগিয়ে একটি সঙ্ঘবদ্ধ চক্র দীর্ঘদিন যাবৎ মোহনপুর হতে নারায়ণগঞ্জ পর্যন্ত চলাচলকারী লঞ্চ, বলগেট, কার্গোজাহাজসহ বিভিন্ন নৌযানে ডাকাতি করত এবং অস্ত্র তৈরি করে বিভিন্ন ডাকাত দলের সদস্যদের কাছে বিক্রি করত।

আটকদের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে বলে জানান লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫