দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, বঙ্গবন্ধু, আওয়ামী লীগ এবং বাংলাদেশ একে অপরের পরিপূরক। আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছিল বলেই মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল। বঙ্গবন্ধুর চেতনায় বঙ্গবন্ধুর স্বপ্নে তদানীন্তন সাড়ে সাত কোটি বাঙালিকে তিনি স্বাধীনতার দীক্ষায় দীক্ষিত করেছিলেন। আওয়ামী লীগের বড় অর্জন স্বাধীনতা। সেই স্বাধীনতাকে রক্ষা করবার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারে আওয়ামী লীগ প্রস্তুত। এক ফোঁটা রক্ত শরীরে থাকতে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আওয়ামী লীগ কখনও আপোষ করে নাই। শেখ হাসিনা সম্প্রতি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেছেন, সার্বভৌমত্বের প্রশ্নে কোন আপোষ নেই।
বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ২৩ জুন শুক্রবার বিকেলে কাহারোল উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, জেলা পরিষদের সদস্য মিরা মাহবুব, জেলা পরিষদের সদস্য মো. আরমান সরকার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাজেন্দ্র দেবনাথ, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান মৌসুমী আক্তার, রসুলপুর ইউপি চেয়ারম্যান সঞ্জয় কুমার মিত্র প্রমূখ।
আলোচনা সভার পূর্বে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে কাহারোল উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এমপি মনোরঞ্জন শীল গোপালের নেতৃত্বে আনন্দ র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available