• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৩৯:৩৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৩৯:৩৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিসহ একদিনে মৃত্যু ৩

২৪ জুন ২০২৩ বিকাল ০৪:৫২:৪৬

কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিসহ একদিনে মৃত্যু ৩

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকা কেন্দ্রীয় কারাগারে অন্তরীণ বিডিআর বিদ্রোহ ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিসহ এক দিনে তিন কয়েদির চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন- আ. ওয়াদুদ (৫২), রাসেল (৩৪) ও মাসুম মাতুব্বর ওরফে মাসুম (৪২)।

২৪ জুন শনিবার ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ি ইনচার্জ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এদের মধ্যে আ. ওয়াদুদ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বালিজুরি এলাকার নুরুল আমিনের ছেলে। সে বিডিআর বিদ্রোহ মামলায় ১৬ বছর দণ্ডপ্রাপ্ত হয়ে কারাগারে বন্দি ছিল। অস্বাভাবিক রক্তচাপ, ডায়াবেটিক, শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগের চিকিৎসার জন্য জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার মধ্যরাতে মারা যায়।

এছাড়া শনিবার সকালে মারামারি মামলায় আটক শরীয়তপুরের নড়িয়া আনন্দময়ী বেপারি পাড়ার আব্দুল আজিজ মিয়ার ছেলে রাসেল কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরোরু বিভাগে নেয়ার পর সকাল সাড়ে নয়টায় কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

এর আগে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভোলা সদর থানাধীন চাপ্তা মাতুব্বর বাড়ি এলাকার কাঞ্চন মাতুব্বরের ছেলে মাসুম মাতুব্বর ওরফে মাসুম শনিবার ভোর সাড়ে পাঁচটায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ জানান, বিডিআর বিদ্রোহ মামলার আসামি মোহাম্মদ ওয়াদুদ কাশিমপুর কারাগার থেকে রেফার্ড হয়ে ১৬জুন । হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মাসুম ১৯জুন রেফার্ড হয়। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা কেন্দ্রীয় কারাগারের মাধ্যমে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি আরও জানান, ওয়াদুদ শুক্রবার এবং মাসুম শনিবার সকালে মারা যায়।  রাসেল আগে থেকেই ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে কারাগারে আটক ছিল। শনিবার রাসেলের মৃত্যু হয়। মৃতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫



নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:১১:৫০