গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে এক বৃদ্ধাকে বাস থেকে লাথি মেরে ফেলে হত্যাকারী বাসের চালক শহীদকে ঘটনার ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে র্যাব-১। ২৪শে জুন শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে র্যাবের একটি দল শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের আবদার (ঢালী পাড়া) এলাকায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের সাথে জরিত বাস চালক মো.শহীদকে গ্রেফতার করা হয়েছে বলে গতকাল রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন গাজীপুর র্যাব-১ এর কোম্পানি কমান্ডার মেজর এএসএম মাইদুল ইসলাম ।
গ্রেফতার শহীদ মাদারীপুর জেলার সদর থানার লক্ষ্মীপুর এলাকার মো.কামাল বেপারীর ছেলে।
র্যাব-১ পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এ এস এম মাইদুল ইসলাম জানান, ২৩ জুন সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে রঙ্গিলা বাজার এলাকায় হাইওয়েতে একটি মিনি বাস প্রথমে নিহত শহিদুল ইসলামের স্ত্রী সাহারা খাতুনকে রাস্তার পাশে দাঁড়ানো থাকা অবস্থায় ধাক্কা দেয়। এ সময় নিহত শহিদুল ইসলাম প্রতিবাদ করতে বাসটি থামানোর চেষ্টা করে এবং বাসে উঠে পড়ে। পরবর্তীতে চালক বাসটি না থামিয়ে আরো দ্রুতগতিতে চালাতে শুরু করে। একপর্যায়ে নিহত শহিদুল ইসলামকে বাস থেকে লাথি মেরে ফেলে দেওয়া হয়। বাস থেকে পড়ে যাওয়ার সময় শহিদুল ইসলামের পরিহিত লুঙ্গি দরজার হুকের সাথে আটকে বাসে ঝুলতে থাকে। ঝুলন্ত অবস্থায় বাস ড্রাইভার বিন্দুমাত্র তোয়াক্কা না করে দ্রুতগতিতে চালিয়ে নিহত শহিদুল ইসলামকে প্রায় ৫০০ গজ দূরে ছেচরে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় স্থানীয় লোকজন ধাওয়া করে বাসের হেলপার এবং বাসটিকে আটক করে। তবে নৃশংসভাবে হত্যাকারী ঘাতক ড্রাইভার শহীদ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে শ্রীপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঐ মামলার প্রেক্ষিতে ২৪ জুন শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে র্যাবের একটি দল শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের আবদার (ঢালি পাড়া) এলাকায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের সাথে জরিত অজ্ঞাতনামা এজাহারভুক্ত আসামি বাস চালক মো. শহীদকে গ্রেফতার করে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available