শাল্লা প্রতিনিধি: সুনামগঞ্জে চাল চুরির অপরাধে এক ইউপি সদস্যকে আটক করা হয়েছে। জেলার শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ইউপি সদস্যের নাম মো. আব্দুর রাজ্জাক। ২৪ জুন শনিবার রাত ২ টায় গোপন সংবাদের ভিত্তিতে ৭ বস্তা চালসহ নিজ বাড়ি থেকে রাজ্জাককে আটক করেন ট্যাগ অফিসার কালিপদ দাস। ইউপি সদস্য মো. আ. রাজ্জাক এখন শাল্লা থানা পুলিশ হেফাজতে আছেন।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, ঈদুল আযহা উপলক্ষে অসহায় ও অতদরিদ্রদের মাঝে ভিজিএফের চাল বিতরণ শুরু হয়েছে। কিন্তু চাল বিতরণে অনিয়ম ও দুর্নীতি করে আটগাঁও ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর রাজ্জাক ৭ বস্তা চাল চুরি করে নিজ বাড়িতে লুকিয়ে রাখেন। পরে স্থানীয়রা ঐ ওয়ার্ডের দায়িত্বে থাকা ট্যাগ অফিসার কালিপদ দাসকে ঘটনা অবহিত করলে রাজ্জাককে আটক করে শাল্লা থানা পুলিশ হেফাজতে দেয়া হয়।
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, চাল চুরির অপরাধে আটগাঁও ইউনিয়নের ইউপি সদস্য আব্দুর রাজ্জাককে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলা হয়ার পরেই তাকে সুনামগঞ্জ জেলা হাজতে প্রেরণ করা হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available