• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৩৬:১৮ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৩৬:১৮ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ঈদকে সামনে রেখে বাজিতপুরে বিশেষ নিরাপত্তা জোরদার

২৬ জুন ২০২৩ বিকাল ০৪:৩০:৪৯

ঈদকে সামনে রেখে বাজিতপুরে বিশেষ নিরাপত্তা জোরদার

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। মাদক, চুরি, ছিনতাই, চাঁদাবাজিসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করেছে স্থানীয় প্রশাসন।

একটি স্থায়ী গরুর হাট ও চারটি অস্থায়ী গরুর হাটে ক্রেতা বিক্রেতাদের সুবিধার্থে থানা পুলিশের বিশেষ টিম গঠন করে নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশের এই নিরাপত্তা ব্যবস্থার কারণে এখন পর্যন্ত গরুর হাটগুলোতে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি।

এছাড়া মাদক, চুরি ও ছিনতাই প্রতিরোধে বিশেষ বিশেষ স্থানে সাদা ও ইউনিফর্মধারী থানা পুলিশের বিশেষ টিম কাজ করছে। ঈদের নামাজের মাঠে যেনো মুসুল্লীরা নির্বিঘ্নে নামাজ আদায় করতে পারে, সেজন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা যায়, সাধারণ নির্জন এলাকা ও রাস্তার পাশে কিছু খারাপ লোক চুরি ছিনতাই করে থাকে। ঈদ আসলেই মলম পার্টি, ঠগ পার্টি বেপরোয়া হয়ে ওঠে। সাধারণ মানুষের সাথে প্রতারণার মতো কাজগুলো তারা করে থাকে। গাঁজা, ইয়াবাসহ বিভিন্ন অবৈধ মাদকের সহজলভ্য ও সয়লাব হয় ঈদের সময়। তবে পুলিশের বিশেষ টহলের কারণে এখন পর্যন্ত এ ধরনের ঘটনার কোনো সংবাদ পাওয়া যায়নি।

এ ব্যাপারে বাজিতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মু. শফিকুল ইসলাম বলেন, ‘বাজিতপুর উপজেলায় ঈদকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, চুরি, ছিনতাই ও মাদক প্রতিরোধে আমরা সর্বোচ্চ সতর্কাবস্থায় আছি। গরুর হাট ও ঈদের নামাজের মাঠে আমরা বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছি।’

তিনি জানান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখের নির্দেশে ঈদকে কেন্দ্র করে পুরো জেলার মতোই বাজিতপুরে জনগণের নিরাপত্তা নিশ্চিতে সাদা পোশাক ও ইউনিফর্মে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫



নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:১১:৫০