রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটি জেনারেল হাসপাতালের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সারাক্ষণ বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিতকরণসহ প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছেন নবনিযুক্ত সিভিল সার্জন ডা. নীহার রঞ্জন নন্দী।
কোথায় কাজ করলে নাগরিকদের স্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত হবে এবং মানুষ খুশি হবেন, সেটি বিবেচনা করে আমরা জায়গাগুলো চিহ্নিত করে সে মোতাবেক কাজ করাটাই একমাত্র লক্ষ্য বলে মন্তব্য করেছেন সিভিল সার্জন। ২৬ জুন রোববার রাঙামাটিতে সিভিল সার্জনের দায়িত্বভার গ্রহণের পর সোমবার প্রথমবারের মতো জেনারেল হাসপাতাল পরিদর্শনে গিয়ে কর্মকর্তা-কর্মচারিদের নিয়ে মতবিনিময়কালে সিভিল সার্জন ডা. নীহার রঞ্জন জানান, হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের সাথে পেশাদারিত্বের বাইরেও মানবিক আচরণ করতে হবে। রোগীদের প্রয়োজনীয় সরকারী চিকিৎসা সেবা নিশ্চিত করতে যা যা করণীয় তার সবটুকুই করার চেষ্ঠা করবে রাঙামাটির স্বাস্থ্য বিভাগ।
তিনি আরও বলেন, বর্তমান বিদ্যুতের সমস্যা অন্যতম প্রকট। তাই রাঙামাটি জেনারেল হাসপাতালে শীঘ্রই আইপিএস ব্যবস্থা চালু করা হবে বলে জানিয়েছেন সিভিল সার্জন। তিনি বলেন, স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে মন্ত্রণালয়, অধিদফতরসহ সবাই আমরা একযোগে কাজ করছি। করোনাকালীন সময়ে স্বাস্থ্য ব্যবস্থাপনার সুনাম আপনারা দেখেছেন। সেটা ধরে রাখতে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বে সারাদেশে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা হচ্ছে। তারই ধারাবাহিকতায় পার্বত্য রাঙামাটিতেও মানুষের কাঙ্খিত চিকিৎসা সেবা নিশ্চিতে আমরা দৃশ্যমান কাজ করতে চাই। মতবিনিময়কালে রাঙামাটি জেনারেল হাসপাতালে কর্মরত চিকিৎসক, কর্মকর্তা কর্মচারিদের বিভিন্ন যৌক্তিক দাবি-দাওয়া পর্যায়ক্রমে পূরণের ও আশ্বাস দিয়েছেন নবনিযুক্ত সিভিল সার্জন।
সোমবার দুপুরে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিজ কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সিভিল সার্জন ডা. নীহার রঞ্জন নন্দী এসব কথা বলেন।
এসময় জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর খান, ডা. আব্দুল হাই, আশিষ তনচংঙ্গ্যা, ডা. তানিয়া দেওয়ান, ডা. দীনা, ডা. রূপশ্রী রায়, ডা. সৈকত চাকমাসহ জেনারেল হাসপাতালের কর্মকর্তা-কর্মচারি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় শেষে সিভিল সার্জন জেনারেল হাসপাতালের অস্ত্রপচার কক্ষসহ বিভিন্ন ওয়ার্ডগুলো পরিদর্শন করেন এবং রোগীদের খোঁজ-খবর নেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available