সিলেট প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথ উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ২৫৪ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে। ২৬ জুন সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা নির্বাচন অফিসে রিটার্নিং কর্মকর্তা গোলাম সারওয়ার ও মোহাম্মদ হুমায়ুন কবীর প্রার্থীদের মাঝে এ প্রতীক বরাদ্দ করেন।
উপজেলার অলংকারী, রামপাশা, দৌলতপুর, বিশ্বনাথ ও দেওকলস ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী চেয়ারম্যান পদে ২২, সংরক্ষিত ওয়ার্ডের সদস্য পদে ৪৮ জন ও সাধারণ সদস্য পদে ১৮৪ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়।
অলংকারী ইউনিয়নে চেয়ারম্যান পদের প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী তাজুল ইসলাম মাইকেল পেয়েছেন নৌকা, স্বতন্ত্র প্রার্থী নাজমুল ইসলাম রুহেল পেয়েছেন চশমা, কামাল আহমদ পেয়েছেন আনারস ও চেরাগ আলী পেয়েছেন মোটর সাইকেল।
রামপাশা ইউনিয়নে চেয়ারম্যান পদের প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আরব আলী (নৌকা), স্বতন্ত্র প্রার্থী আজিজুর রহমান (ঘোড়া), ইমাম উদ্দিন (আনারস) ও বশির আহমদ (চশমা)।
দৌলতপুর ইউনিয়নে চেয়ারম্যান পদের প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ওয়াহাব আলী (নৌকা) ও স্বতন্ত্র প্রার্থী হিসাবে হাফিজ আরব খান (চশমা)।
বিশ্বনাথ ইউনিয়নে চেয়ারম্যান পদের প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আব্দুল জলিল হিরণ মিয়া(নৌকা), স্বতন্ত্র প্রার্থী হিসাবে মুহি উদ্দীন পলাশ (মোটর সাইকেল) ও দয়াল উদ্দীন তালুকদার (আনারস)।
দেওকলস ইউনিয়নে চেয়ারম্যান পদের প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবুল কালাম জুয়েল (নৌকা), হাবিবুর রহমান (দেওয়াল ঘড়ি), স্বতন্ত্র প্রার্থী হিসাবে ফখরুল আহমদ মতসীন (আনারস) ও মোছাঃ মমতাজ বেগম (রজনীগন্ধা), খায়রুল আমিন আজাদ মেম্বার (অটোরিক্সা), এইচএম আক্তার ফারুক (চশমা), এম আর টুনু তালুকদার (ঘোড়া) ও আলতাব আলী (মোটর সাইকেল)।
প্রতীক বরাদ্ধ হওয়ার সাথে সাথে নির্বাচনী মাঠে জোর প্রচার-প্রচারণায় নেমে পড়েছেন প্রার্থীরা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available