কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: এবার কারাগারে থাকা একশত বন্দি কয়েদির জন্য ঈদ উপহার পাঠালেন কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ।
২৭ জুন মঙ্গলবার সকালে তিনি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রুবেল মিয়ার মাধ্যমে ঝিনাইদহ জেলা কারাগারে দায়িত্বরত কারা পুলিশের হাতে ওই উপহার পৌঁছে দেন। তার পাঠানো উপহারের মধ্যে ছিল প্রতিজন কয়েদির জন্য একটি করে লুঙ্গি।
এ প্রসঙ্গে মেয়র আশরাফ জানান, ঈদে আমরা সবাই নতুন পোশাক পরিধান করে আনন্দ উৎসব করি। কিন্তু জেলে থাকা মানুষগুলো খুবই অসহায়। ওদের অনেকেই ঈদে নতুন কাপড় পরে নামাজ পড়তে পারে না। ওদের একটু খুশির জন্যই আমার এই সামান্য উপহার পাঠানো।
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে মেয়রের এমন ব্যতিক্রমী উদ্যোগটি বিভিন্ন মহলে বেশ প্রশংসা কুড়িয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available