• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:১০:০১ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:১০:০১ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নবীনগরে ঝড়ের তাণ্ডবে লণ্ড-ভণ্ড ঘর-বাড়ি

১ জুলাই ২০২৩ সকাল ১০:৪৬:৪৮

নবীনগরে ঝড়ের তাণ্ডবে  লণ্ড-ভণ্ড  ঘর-বাড়ি

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার আলীয়াবাদ ও জল্লা গ্রামে ঝড়ের তাণ্ডবে ঘর-বাড়ি লণ্ড-ভণ্ড হয়েছে। এঘটনায় আহত হয়েছেন তিনজন। উপড়ে গেছে অনেক গাছ।

৩০ জন শুক্রবার দুপুরে মাত্র ২ মিনিটের ঝড়ের আঘাতে লণ্ড-ভণ্ড হয়ে গেছে আলীয়াবাদ গ্রামের বেশ কিছু ঘর-বাড়ি।

এই তাণ্ডবলীলায় বসত ঘরের চালা আকাশে উড়তে দেখে মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গ্রামের মানুষ ভয়ে চিৎকার শুরু করেন। আলীয়াবাদ গ্রামের সোহরাব হোসেনের নির্মাণাধীন একটি গরুর খামার ও ইকরাম হোসেনের বসতঘর আকাশে উড়ে অন্য যায়গায় গিয়ে পড়েছে।

এঘটনায় আরও অনেকের ঘরের চাল উড়ে গেছে। জল্লা গ্রামের ভানু মিয়ার বাড়ির দেয়াল ভেঙে গেছে। আলীয়াবাদ গ্রামের সাদ্দাম হোসেনের ঘরের টিন উড়ে এসে তার বৃদ্ধা মায়ের উপর পড়ে। এত তিনি গুরুতর আহত হন। বৃদ্ধা মায়ের সেলাই লেগেছে ১৮টি। এ ছাড়া আরও দুজন আহত হয়েছেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিক বলেন, আমরা সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানিয়েছি। প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার চেষ্টা চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫