বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ভিন্ন কৌশলে ভারতে শিশু পাচারের অভিযোগ উঠেছে। ২৯ জুন বৃহস্পতিবার ঈদুল আযহার দিনে বেলা ১১ টার সময় ২ শিশুকে অটোরিকশা দিয়ে বাড়ি পৌঁছিয়ে দিবে বলে তুলে নিয়ে যায় অপহরণকারী।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার হরষপুর ইউনিয়নের নিদারাবাদ গ্রামে মো. রিপন মিয়ার মেয়ে সুবর্ণা আক্তার (৯) ও মো. মামুন মিয়ার মেয়ে মাফিয়া আক্তার (৮) ঈদুল আযহার পাশ্ববর্তী দেওয়ান বাজারে আইসক্রিম আনার জন্য যায়। পাচারকারীর চক্র ২ শিশুকে অটোরিকশা দিয়ে বাড়ি পৌঁছিয়ে দিবে বলে তুলে নিয়ে যায়। অপহরণকারী সুবিধাজনক স্থানে তাদেরকে পানিতে ঔষধ মিশিয়ে অজ্ঞান করে। পরে পাহাড়পুর ইউনিয়নের মনিপুর এলাকায় ভারতীয় সীমান্তে পাচার করার উদ্দেশ্যে নিয়ে যায়।
অভিযোগ সূত্রে আরও জানা যায়, সেখানে একটি কুড়েঘরে ২ শিশুকে আটকে রাখে। তাদের জ্ঞান ফিরলে চিৎকার যাতে না করে, সেজন্য ভয়-ভীতি দেখায়। শিশুদের বাবা-মায়েরা তাদেরকে খুঁজে না পেয়ে তাৎক্ষণিক বিজয়নগর থানাকে অবগত করেন। তারা এলাকায় মাইকিং এবং স্যোসাল মিডিয়ায় শিশু দুটির ছবিসহ প্রচার করেন। পাচারকারীর চক্র জনতার উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যায়। এলাকার লোকজন শিশুদেরকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেন।
এ দিকে পরে শিশুদের বর্ণনা মতে ঐ অটোরিকশা চালককে পাশ্ববর্তী সোনামোড়া গ্রামের একটি অটোগ্যারেজে পাওয়া যায়। সেখানে চালককে খোঁজ করলে অপহরণকারী দ্রুত দৌড়ে পালায়। কিন্তিু স্থানীয় লোকজন তাকে চিনতে পারেন।
পরে ১ জুলাই শনিবার বিজয়নগর থানায় সুবর্ণা আক্তারের বাবা মো. রিপন মিয়া বাদী হয়ে অপহরণকারীর নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোক্ত অটোরিকশা চালক তকদির হোসেন প্রকাশ ওরফে তছর আলী (৪৮) উপজেলার পাহাড়পুর ইউনিয়নের বামুটিয়া গ্রামের মৃত সফর আলীর ছেলে।
এ বিষয়ে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাজু আহম্মেদ জানান, এ বিষয়ে আমরা একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available