নাটোর প্রতিনিধি: রাজধানীতে কুরবাণীর হাটে গরু বিক্রি শেষে বাড়ি ফেরার পথে ২৮ জুন বুধবার এক গরু ব্যবসায়ীকে হত্যা এবং অন্যদের হাত পা বেঁধে ট্রাক থেকে ফেলে দেয়া হয়। এসময় ডাকাত দল গরু ব্যবসায়ীদের কাছে থাকা ১৪ লাখ টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় সংঘবদ্ধ ডাকাত দলের ৯ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
১ জুলাই শনিবার রাতে নাটোরের লালপুর, বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাকসহ লুট হওয়া ৪ লাখ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- ইমদাদুল হক, শাহ আলম, রুবেল, আরিফ, মিঠুন, সোহাগ, সুজন, রেজাউল ও রসুল।
২ জুলাই রোববার দুপুরে নাটোর পুলিশ সুপারের কার্যালয়ে এ প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম। তিনি জানান, গত ২৭ জুন রাত ১১টার দিকে পাঁচজন গরু ব্যবসায়ী ঢাকার আফতাব নগর হাটে ১৫টি গরু বিক্রি শেষে নগদ টাকাসহ বগুড়ায় ফেরার উদ্দেশে একটি ট্রাকে ওঠেন। ট্রাকে ওঠার পরপরই যাত্রী বেশে ট্রাকে থাকা ডাকাতদল গরু ব্যবসায়ীদের সবাইকে মারধর করে দড়ি দিয়ে বেঁধে ফেলে। এসময় তাদের কাছে থাকা ১৪ লাখ ১২ হাজার ৮০০ টাকাসহ ব্যবহৃত ৪ টি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। তাদের মারধরে শহিদুল ইসলাম নামের এক গরু ব্যবসায়ী মারা যায়। গুরুতর আহত হয় সাথে থাকা অপর ৪ গরু ব্যবসায়ী।
এদিকে নিহত গরু ব্যবসায়ীর মরদেহ ও আহতদের কোন নির্জণ স্থানে নামিয়ে দিতে না পেরে ডাকাত দল ট্রাক নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে। একপর্যায়ে সিরাজগঞ্জের হান্ডিয়াল নামক স্থানে আব্দুস সালাম নামে আহত একজনকে চলন্ত ট্র্রাক থেকে ফেলে দেয় ডাকাতরা। এরপর ট্রাকটি নাটোরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের আগ্রাণ এলাকায় থামিয়ে মরদেহসহ অপর ৩ জনকে ট্রাক থেকে ফেলে দিয়ে পালিয়ে যায় ডাকাত দল।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহসহ আহতদের উদ্ধার করে। এ ঘটনায় মামলা দায়েরের পর পুলিশ ঘটনার রহস্য উদঘাটনে মাঠে নামে। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশের কয়েকটি টিম অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত ৯ জনকে গ্রেফতার করে। এ সময় ডাকাতির কাজে ব্যাবহৃত ট্রাক ও নগদ প্রায় ৫ লাখ টাকা উদ্ধার করা হয়। ঘটনার সাথে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন পুলিশ সুপার।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available