গাংনী (মেহেরপুর) প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে ২০২২-২৩ অর্থবছর প্রণোদনা কর্মসূচির আওতায় গ্রীষ্মকালীন পেঁয়াজ ও উফশী রোপা আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে।
৩ জুলাই সোমবার সকাল দশটার সময় উপজেলা পরিষদের সভাকক্ষে এ সার ও বীজ বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক। এসময় আরও উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইমরান হোসেন, মৎস্য অফিসার খন্দকার শহিদুর রহমান, গাংনী উপজেলার প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুর রউফ জীবন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available