ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: দীর্ঘ একযুগ ধরে পলাতক থাকা সাজাপ্রাপ্ত ও ৩ মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামী আকবর হোসেন ফাইটনকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। সে নিজেকে নতুন বাংলাদেশ দলের চেয়ারম্যান বলে দাবি করেছেন।
৩ জুলাই সোমবার দুপুরে ফাইটনকে টাঙ্গাইল আদালতে পাঠিয়েছে ভূঞাপুর থানা পুলিশ।
গ্রেফতার ফাইটন টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার লোয়া ইউনিয়নের নিকলা গোপাল এলাকার আশরাফ হোসেনের ছেলে।
এরআগে, রোববার রাতে ভূঞাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদুল আহমেদের নেতৃত্বে এক দল পুলিশ তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গ্রেফতার করে।
জানা গেছে, প্রতারণার একটি মামলায় সাজা ও আরও তিনটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পর আকবর হোসেন ফাইটন প্রায় ১২ বছর আগে আত্মগোপনে চলে যান। এরপর তার আর কোন হদিস পাওয়া যায়নি। চারটি মামলার পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেফতারে পুলিশ দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়েছে। অবশেষে তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকার মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
অভিযানে নেতৃত্ব দেয়া ভূঞাপুর থানার উপপরিদর্শক (এসআই) ফরিদ আহমেদ জানান, জিজ্ঞাসাবাদে ফাইটন জানিয়েছেন, তিনি নতুন বাংলাদেশ নামের একটি দল গঠন করেছে। সারাদেশেই তার দলের কমিটি রয়েছে। হিরো আলম তার দলের অন্যতম প্রধান সদস্য। সামনের জাতীয় নির্বাচনে হিরো আলম তার নতুন বাংলাদেশ দল থেকে নির্বাচন করবে।
তিনি আরও জানান, সোমবার দুপুরে তাকে টাঙ্গাইল আদালতে প্রেরণ করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available