দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের কাহারোল উপজেলার কান্তনগর এলাকার ঢেপা নদীতে গোসল করতে নেমে মীম ইসলাম (১৬) ও ইব্রাহিম ইসলাম (১৬) নামের দুই শিক্ষার্থী নিখোঁজ হয়। ২ জুলাই রোববার রাত পর্যন্ত ফায়ার সার্ভিসের সহযোগিতায় ডুবুরি দলের চেষ্টায় উদ্ধার না হলেও আজ সোমবার সকালে নদীতে ভেসে উঠলে নিখোঁজ মাদ্রাসা ছাত্র ইব্রাহীমের মরদেহ।
ইব্রাহিম ইসলাম কাহারোল উপজেলার সুন্দরপুর ইউনিয়নের উত্তর দীপনগর গ্রামের নজরুল ইসলামের একমাত্র ছেলে। সে দিনাজপুর শহরের নিউটাউন মাদ্রাসার ছাত্র।
অপর নিখোঁজ মীম ইসলাম বীরগঞ্জ উপজেলার দক্ষিণ পাল্টাপুর গ্রামের মৃত আমিনুল ইসলামের ছেলে। সে ভাদগাঁ শিক্ষা নিকেতনের দশম শ্রেণির ছাত্র।
বিষয়টি নিশ্চিত করে কাহারোল ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আব্দুল খালেক জানান, মীম ও ইব্রাহিম নামে দুইজন শিক্ষার্থী ঢেপা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়। ফায়ার সার্ভিসের সহযোগিতায় ২ জন ডুবুরি তাদের উদ্ধার কাজ চালালেও রোববার উদ্ধার হয়নি নিখোঁজের কেউই। তবে আজ সোমবার সকালে নশিপুর এলাকার আত্রাই নদীতে দুইজনের মধ্যে একজনকে ভাসতে দেখে স্থানীয়রা আমাদের জানালে তাকে উদ্ধার করা হয়। উদ্ধার মরদেহটি ইব্রাহিমের। বাকিজনের মরদেহ উদ্ধার করতে ডুবুরিদল এখনও নৌকা নিয়ে নদীতে উদ্ধার কাজ চালাচ্ছে বলে জানান তিনি।
এর আগে রোববার বেলা সাড়ে ১২টায় কাহারোলের দীপনগর থেকে ৬ বন্ধু মিলে কান্তনগর ব্রিজের সংলগ্ন ঢেপা নদীতে গোসল করতে নামে। এর মধ্যে ৪ জন সাঁতার কেটে নদী পার হয়ে উঠে যায়। বাকী ২জন মীম ও ইব্রাহিম পানির স্রোতে তলিয়ে যায়। তাদের তলিয়ে যেতে দেখে অন্যান্যরা চিৎকার শুরু করলে এলাকার লোকজন এসে নদীতে উদ্ধার কাজ চালায়। তাদের খুঁজে না পেয়ে কাহারোল উপজেলা ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। এরপর ফায়ার সার্ভিসের সহযোগিতায় রংপুর থেকে আসা ২ জন ডুবুরীসহ স্থানীয়রা উদ্ধার কাজ চালাচ্ছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available