কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের কাউনিয়া উপজেলা সদরে কাঁচা বাজার মার্কেটে আগুনে কাঁচামাল ও মুদিদোকানসহ মোট ৮ টি দোকান পুড়ে গেছে। ২ জুলাই রোববার দিবাগত রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা । প্রায় দেড় ঘন্টা ফায়ার সার্ভিসের একটি ইউনিট চেষ্ঠা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় লোকজন জানায়, রাত ২ টার দিকে উপজেলা সদরে কাঁচা বাজার মার্কেটে কাঁচামালের দোকানে বিদ্যুতের সর্ট-সার্কিট থেকে অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে। দ্রুত আগুণের লেলিহান শিখা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এতে ৪ টি কাঁচামাল, ২ টি মুদি, ১ টি মসলার দোকান ও ১ টি গোডাউন ঘর পুড়ে যায়।
কাউনিয়া ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ সামছুল হক সরকার জানায়, স্থানীয়দের মাধ্যমে রাত আড়াইটার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১ টি ইউনিট ঘটনাস্থালে পৌছে। তখন কাঁচাবাজার মার্কেটের দোকানপাট বন্ধ ছিলো। ইউনিটের সদস্যরা প্রায় দেড় ঘন্টা চেষ্ঠা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও বলেন, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে কাঁচাবাজার মার্কেটের দোকানে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।
ক্ষতিগ্রস্থ কাঁচামাল দোকানদার সুমন মিয়া জানায়, রোববার রাতে দোকান বন্ধ করে বাসায় ফিরে যান। তবে মধ্যরাতে খবর পান, কাঁচা বাজার মার্কেটে আগুন লেগেছে। রাতেই দোকানের সামনে দেখতে পান দোকানের ভিতরে থাকা কাঁচামরিচ, পেয়াজ, আলু, পটলসহ সব কাঁচামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি। একই কথা জানান ক্ষতিগ্রস্থ অন্য ব্যবসায়ীরাও।
এদিকে সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিদুল হক ও বালাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনছার আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available