• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৫৩:০৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৫৩:০৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

বিএনপি ফের ক্ষমতায় আসলে, বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না: আইনমন্ত্রী

৩ জুলাই ২০২৩ রাত ০৯:৩০:৪৭

বিএনপি ফের ক্ষমতায় আসলে, বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না: আইনমন্ত্রী

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বিএনপি ষড়যন্ত্রের মধ্য দিয়ে কোনভাবে যদি ফের ক্ষমতায় আসে, বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

তিনি বলেন, ‘আমরা (আওয়ামী লীগ) স্বাধীন ও অত্যন্ত স্থিতিশীল জীবনযাপন করছি। কিন্তু বিএনপি-জামায়াতের এটা সহ্য হচ্ছে না। তারা দেশে অস্থিতিশীল অবস্থা সৃষ্টির চেষ্টা করছে। কোনোভাবে ষড়যন্ত্রের মধ্য দিয়ে বিএনপি যদি ফের ক্ষমতায় আসে, বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না।’

৩ জুলাই সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে ঈদ পুনর্মিলনী উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আনিসুল হক বলেন, ‘এ বছরের ডিসেম্বর বা আগামী বছরের জানুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ অবস্থায় আওয়ামী লীগের আমলে হওয়া উন্নয়নগুলো জনগণের কাছে পৌঁছে দিতে হবে।’

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমাদের এখন জনগণের কাছে যেতে হবে, জনগণকে বোঝাতে হবে। আপনারা বঙ্গবন্ধুর সৈনিক। আপনারা জননেত্রী শেখ হাসিনার শক্তি। আমি আশা করব, আপনারা প্রত্যেকে নিজেদের জায়গা থেকে বিশৃঙ্খলা ও অস্থিতিশীল পরিবেশ তৈরির বিরুদ্ধে বিএনপি-জামায়াতকে প্রতিহত করবেন। আমি আশা করব, আপনারা সেই লক্ষ্য মনে রেখে জনগণকে সেবা করবেন। ইনশাআল্লাহ আমি আবার নৌকার প্রার্থী হিসেবে আপনাদের সঙ্গে জনগণের কাছে ভোট চাইব।’

আইনমন্ত্রী বলেন, ‘আমরা যারা আওয়ামী লীগ করি, বঙ্গবন্ধুর আদর্শের সন্তান, তারা একটা সমৃদ্ধ বাংলাদেশ চাই। আমরা চাই, জননেত্রী শেখ হাসিনা যেভাবে এগিয়ে যাচ্ছে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা করার জন্য, সেই সোনার বাংলা গড়তে চাই।’

নিজের সংসদীয় এলাকার উন্নয়নের কথা তুলে ধরে আনিসুল হক বলেন, ‘১০ বছরে কসবা-আখাউড়ায় যে উন্নয়ন হয়েছে, তা বলে শেষ করা যাবে না।’

তিনি আরও বলেন, ‘আমি যে উন্নয়ন করেছি, সেটা আপনারা নিজেদের মনে করে জনগণের কাছে পৌঁছে দেবেন।’

এ সময় আরও উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক ও আখাউড়া পৌরসভার মেয়র মো. তাকজিল খলিফা কাজল, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক মনির হোসেন বাবুল, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আব্দুল মমিন বাবুল, পৌর যুবলীগ সভাপতি মনির খান, সাধারণ সম্পাদক আবু কাওসার, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন নয়ন প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫