• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:১১:১২ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:১১:১২ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

সারাবাংলা

১২ ঘণ্টা পর নিভল সুগন্ধা নদীতে বিস্ফোরিত জাহাজের আগুন

৪ জুলাই ২০২৩ সকাল ১১:১৭:২৪

১২ ঘণ্টা পর নিভল সুগন্ধা নদীতে বিস্ফোরিত জাহাজের আগুন

ঝালকাঠি প্রতিনিধি: প্রায় ১২ ঘণ্টা পর নিভল ঝালকাঠির সুগন্ধা নদীতে বিস্ফোরিত সাগর নন্দিনী-২ জাহাজের আগুন। তেল পুড়ে নিঃশেষ হয়ে মঙ্গলবার ভোরে ভোর সাড়ে ৫টার কিছু সময় পর আগুন নিভে যায়। শহরের পৌরসভা খেয়াঘাটের বিপরীত এলাকায় ৩ জুলাই সোমবার সন্ধ্যা ৬ টার দিকে এ বিস্ফোরণ ঘটে।

এদিকে এঘটনায় উদ্ধার অভিযান অব্যাহত রেখে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সে।

মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন ঝালকাঠি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক ফিরোজ কুতুবী।

তিনি জানান, জাহাজটিতে আর কোনো তেল অবশিষ্ট নেই। মঙ্গলবার ভোর সাড়ে ৫টার পর সব পুড়ে আগুন নিভে যায়।

ঘটনাস্থলে নিরাপত্তার দায়িত্বে থাকা ১২ জন পুলিশসহ বেশ ১৪ জন দগ্ধ দগ্ধ হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় শহর জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এর আগে সাগর নন্দিনী ২ নামের একটি জ্বালানি তেলবাহী জাহাজে গত শনিবার দুপুরে বিস্ফোরণ হলে আগুন ধরে যায়। এতে ওই জাহাজের চার শ্রমিক দগ্ধ হয়ে মারা যায়। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দগ্ধ চারজন শ্রমিককে ঢাকা শেখ হাসিনা বার্ন ইউনিট ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুই দফায় বিস্ফোরণে এই জাহাজে ১৯ জন দগ্ধ এবং চারজন নিহত হন।

ফিরোজ কুতুবী আরও জানান, অগ্নিনির্বাপণে বরিশাল বিভাগে মজুত থাকা সব ফোম ব্যবহারের পর খুলনা থেকেও ফোম নিয়ে আসা হয়। তবে সর্বোচ্চ চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। তবে তেল পুড়ে নিঃশেষ হয়ে মঙ্গলবার ভোরে অবশেষে আগুন নিভেছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫