• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৪৪:৩৬ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৪৪:৩৬ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

বাড়ির প্রধান ফটকে প্রাচীর নির্মাণ: অবরুদ্ধ পরিবার

৪ জুলাই ২০২৩ বিকাল ০৪:৫৮:২৫

বাড়ির প্রধান ফটকে প্রাচীর নির্মাণ: অবরুদ্ধ পরিবার

রংপুর ব্যুরো: দিনাজপুরে ফুলবাড়ী উপজেলায় একটি পরিবারকে প্রাচীর দিয়ে অবরোধের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার পূর্ব গৌরীপাড়া থানাপাড়া গ্রামে এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, থানাপাড়া গ্রামের বাসিন্দা মো. আ. রশিদ খানের সাথে পার্শবর্তি সোহরাব হোসেন সুজনের পরিবারের জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। এ বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষ সুজন তার পরিবারের লোকজন ও ভাড়াটিয়া সন্ত্রাসীদের সঙ্গে নিয়ে গত ৩০ শে জুন রাতের আঁধারে আব্দুর রশিদ খানের ঘরের প্রধান দরজার সামনে সীমানা প্রাচীর নির্মাণ করে। ফলে সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে পরে পরিবারটি।

এ ঘটনায় বাড়ির মালিক ও অভিযোগকারী মো. আ. রশিদ খান জানান, আমরা দীর্ঘ কযেক যুগ ধরে বাড়িতে শান্তিপূর্নভাবে বসবাস করে আসছিলাম। হঠাৎই কোন কারণ ছাড়াই পার্শবর্তী সুজন ও তার লোকজন রাতের আধারে আমার বাড়ির প্রধান ফটক বন্ধ করে দিয়ে ইটের পাকা প্রচীর নির্মাণ করেছে। এখন আমরা বাড়ি থেকে বের হতে পারছিনা। আমাদেরকে বাড়ির মধ্যে অবরুদ্ধ করে ফেলা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে আমি বাদী হয়ে ফুলবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। সমস্যার সমাধানে প্রশাসনের সু দৃষ্টি কামনা করছি।

কথা হয় অভিযুক্ত মো. সোহরাব হোসেন সুজনের সাথে। তিনি বলেন, আমরা আমাদের নিজেদের জমি মেপে আমাদের সীমানার মধ্যেই প্রাচীর নির্মাণ করেছি। এখানে তাদের কোন জমি নেই।

এ ঘটনায় ফুলবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আমরা একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫



নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:১১:৫০