• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:০৭:৫৫ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:০৭:৫৫ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

পটুয়াখালীতে ৩ মামলার আসামী আশ্রাফুল গ্রেফতার

৪ জুলাই ২০২৩ রাত ১০:২২:৩৫

পটুয়াখালীতে ৩ মামলার আসামী আশ্রাফুল গ্রেফতার

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীতে ৩ মামলার আসামি মো. আশ্রাফুল হাওলাদারকে (২৬) গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে আদালত। ৪ জুলাই সোমবার পটুয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক জামাল হোসেন ৬০৬/২৩ মামলায় আসামি আশ্রাফুল হাওলাদারের জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়। অভিযুক্ত আশ্রাফুল সদর উপজেলার মরিচবুনিয়া ইউনিয়নের বাজার ঘোনা গ্রামের আ. লতিফ হাওলাদারের ছেলে।

জানা যায়, বাদী মো. দেলোয়ার হোসেনের সাথে আসামী আশ্রাফুল হাওলাদারের জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। গত ১৫ এপ্রিল দেলোয়ার হোসেনের ছেলে আমির হোসেন বাড়ীর উঠানে একটি গাছের ডাল কাটতে গেলে আশ্রাফুল তাকে গাছথেকে নামিয়ে এলোপাথাড়ি মারধর করে। তাকে বাচাতে প্রত্যক্ষদর্শী সুমি আক্তার এবং নুরজাহান বেগম এগিয়ে গেলে তাদেরকেও মারধর করে আশ্রাফুল। এতে সুমি আক্তার ও নুরজাহন বেগমও আহত হন।

এ ঘটনায় মো. দেলোয়ার হোসেন বাদী হয়ে আশ্রাফুল হাওলাদার, আ. লতিফ হাওলাদার (৫৫) ও মো. মামুন হাওলাদারসহ (২৮) অজ্ঞাত ৫/৬ জনকে আসামী করে পটুয়াখালী সিনিয়র জুডিসিয়াল  ম্যাজিস্টেট আদালতে একটি মামলা দায়ের করেন। ১৭ মে আসামীরা হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের অন্তবর্তীকালীন জামিন নেন। পরে পটুয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে আসামীদের জামিন দেয়া হয়।  ৩ জুলাই মামলার পরবর্তি শুনানি ধার্য হলে আশ্রাফুল আদালতে হাজিরা দিতে আসেন। এ সময় তিনি পুনরায় জামিনের আবেদন করলে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়।

উল্লেখ্য, এ মামলা ছাড়াও আশ্রাফুলের বিরুদ্ধে আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫