চট্টগ্রাম প্রতিনিধি: স্ত্রী হাবীবা আকতারকে মারধর ও যৌতুকের দাবিতে দায়ের করা মামলায় আলোচিত সৈয়দ মোহাম্মদ মুনতাকিম ওরফে মোস্তাকিমের (২৪) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। ৩ জুন সোমবার চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আওলাদ হোসেন জুনায়েদের আদালত এ আদেশ দেন।
মুনতাকিম ফটিকছড়ি উপজেলার ধর্মপুর এলাকার সৈয়দ মৌলনা মোহাম্মদ খালেদ আজমের ছেলে। তিনি হাটহাজারী থানার ফতেয়াবাদ লালিয়ারহাট তৈয়বিয়া পাড়ায় বসবাস করেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সামনে ডায়ালাইসিস ফি কমানোর আন্দোলন থেকে গ্রেফতার হয়ে আলোচনায় আসেন তিনি।
গ্রেফতারি পরোয়ানার বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী এম জাফর আলম। তিনি বলেন, মোস্তাকিমের স্ত্রী হাবীবাকে মারধর ও যৌতুক দাবি করায় আদালতে মামলার আবেদন করা হয়। শুনানি শেষে মামলাটি গ্রহণ করে মোস্তাকিমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।
মামলার এজাহারে বলা হয়েছে, ২০২২ সালের ২৬ অক্টোবর মোস্তাকিমের সঙ্গে হাবীবা আকতারের ১৫ লাখ টাকার কাবিনে বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে স্ত্রীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিলেন স্বামী। তারই ধারাবাহিকতায় গত ১১ জুন ৫ লাখ টাকা যৌতুক দাবি করে জোরপূর্বক স্ত্রীকে বাবার বাড়িতে পাঠিয়ে দেন এবং বলে দেন ‘এক সপ্তাহ পর ৫ লাখ টাকাসহ আনতে যাব। ’
গত ১৭ জুন বিকেলে স্ত্রীর বাড়িতে মুনতাকিম গেলে ব্যবসার জন্য পুনরায় ৫ লাখ টাকা যৌতুক দাবি করেন। স্ত্রী যৌতুক দিতে অপারগতা প্রকাশ করলে মুনতাকিম স্ত্রীকে এলোপাতাড়ি কিল ঘুষি ও শরীরের বিভিন্ন জায়াগায় মারাত্মকভাবে জখম করেন। এ সময় ঘটনাস্থলে উপস্থিত স্ত্রীর মা, বাবা ও বোন মোস্তাকিমকে জিজ্ঞেস করে কেন হাবীবাকে মারধর করছে। উত্তরে মোস্তাকিম বলেন, আমি ব্যবসা করতে পারছি না টাকার জন্য, তাকে ৫ লাখ টাকা দিতে বলেছি। যৌতুকের টাকা না পেলে হাবীবাকে সংসারে ফিরিয়ে নেবেন না বলে বের হয়ে যান মোস্তাকিম। এছাড়াও স্ত্রীকে তালাক দিয়ে যৌতুক নিয়ে বিয়ে করার কথাও বলেন। এ ঘটনার পর থেকে স্ত্রীর সঙ্গে কোনো ধরনের যোগাযোগ ও খোঁজ রাখছেন না মোস্তাকিম।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available