• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৫৩:৪৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৫৩:৪৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

বিদেশ যাওয়া হলো না আলাউদ্দিনের

৫ জুলাই ২০২৩ সন্ধ্যা ০৬:২৫:৪৮

বিদেশ যাওয়া হলো না আলাউদ্দিনের

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আলাউদ্দিন মিয়া নামে এক যুবকের নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩জন আহত হয়েছেন।

৩ জুলাই সোমবার সন্ধ্যায় উপজেলার শিবপুর রাধিকা সড়কের বিরামপুরের কাছে এ দুর্ঘটনা ঘটে।

এ তথ্য নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম।

নিহত আলাউদ্দিন মিয়া ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট দক্ষিণপাড়ার হাবিবুর রহমানের ছেলে। চলতি মাসেই সৌদি আরবে কর্মক্ষেত্রে যোগ দেওয়ার কথা ছিল তার।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় আলাউদ্দিন মোটরসাইকেলযোগে ব্রাহ্মণবাড়িয়া থেকে এক বন্ধুকে নিয়ে গ্রামের বাড়ি বিদ্যাকুট ফিরছিলেন। পথিমধ্যে শিবপুর রাধিকা সড়কের বিরামপুরের কাছে আলাউদ্দিনের বাইকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অন্য একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে দু’টি মোটরসাইকেলের থাকাসহ চারজন গুরুতর আহত হন। এদের মধ্যে আলাউদ্দিন মিয়া ও মোহন মিয়াকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসক আলাউদ্দিনকে মৃত ঘোষণা করেন।

আলাউদ্দিনের প্রতিবেশী বিউটি বেগম বলেন, চলতি মাসেই আলাউদ্দিনের সৌদি আরবে থাকা তার বড় ভাইয়ের কাছে কর্মক্ষেত্রে যোগ দেওয়ার কথা ছিল। তাই বিদেশে চলে যাওয়ার আগে বন্ধুদের সঙ্গে ঘোরাঘুরি করছিল। গত পরশু আলাউদ্দিন নতুন ওই মোটরসাইকেলটি কিনেছিল। আর সেই মোটরসাইকেলেই তার প্রাণ গেল। তার আর বিদেশ যাওয়া হলো না।

ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, ব্রাহ্মণবাড়িয়া থেকে নবীনগরে যাওয়ার পথে রাধিকা-শিবপুর সড়কের বিরামপুরে দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আলাউদ্দিন নামের এক যুবক ঘটনাস্থলেই মারা যান। পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫