রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটিতে প্রথমশ্রেণীতে পড়ুয়া ৯ বছর বয়সী এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মো. রুবেল (৩২) নামের একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে রাঙামাটির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। একই সাথে ২ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। ৭ জুলাই বুধবার দুপুরে বিচারক এ ই এম ইসমাইল হোসেন আসামীর উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। এ সময় রাষ্ট্রপক্ষের কৌসুলী অ্যাডভোকেট সাইফুল ইসলাম অভি, আসামীপক্ষের অ্যাডভোকেট আবছার আলীসহ বাদী ও আসামী পক্ষের লোকজন উপস্থিত ছিলেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ২৭ আগস্ট বেলা ১১ টায় আসামি মো. রুবেল লংদু থানার ৪ নং গাউছপুর ফরেস্ট অফিস সংলগ্ন জঙ্গলে ৯ বছড় বয়সী এক শিশুকে ধর্ষণ করে। পরে মামলা হলে রুবেলকে গ্রেফতার করে পুলিশ। মামলার শুনানিতে ধর্ষণ ও ধর্ষণের ফলে শিশুটির যৌনাঙ্গে রক্তাক্ত জখমের প্রমান পায় আদালত। অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমানিত হওয়ায় আদালত নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৯(১) ধারার দোষী সাব্যস্ত করে যাবজ্জীন সশ্রম কারাদণ্ড এবং ২ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেয়। রায়ে আসামিকে ৯০ দিনের মধ্যে জরিমানার অর্থ পরিশোধের নির্দেশনা প্রদান করে, একইসাথে এ জরিমানার অর্থ ধর্ষণের শিকার শিশুটিকে ক্ষতিপূরণ হিসেবে প্রদানের নির্দেশ দেয়া হয়।
এদিকে এই রায় ঘোষণার পর আসামীর স্ত্রী নাজমা বেগম বলেন, আমার স্বামী সম্পূর্ন নির্দোষ, তাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে। এ সময় তিনি মামলার তদন্তকারী কর্মকর্তার (ওসি) বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ করেন।
আসামীপক্ষের আইনজীবি অ্যাডভোকেট আবছার আলী বলেন, আমরা আদালতের এই রায়ে ক্ষুব্ধ। মেডিকেল রিপোর্টে ধর্ষনের ব্যাপারটি স্পষ্ট নয়, তারপরও আমরা আদালতে আবেদন করেছিলাম কিন্তু আদালত আমাদের সে আবেদন অগ্রাহ্য করেছে। আমরা এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবো, আশা করছি সেখানে আমরা ন্যায়বিচার পাবো।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available