নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার কংশ নদীতে নৌকা ডুবির ঘটনা ঘটেছে। উপজেলার জামতলা বাজার-দুর্গাপুর মুচারবাড়ী ফেরীঘাট অংশের নদীতে ৫ জুলাই বুধবার বিকেলে ইঞ্জিন চালিত একটি নৌকা ডুবির ঘটনা ঘটে।
জানা যায়, নেত্রকোনার পূর্বধলা উপজেলার জামতলা বাজার-মুচারবাড়ী ফেরীঘাট অংশের কংশ নদীতে দুই উপজেলার লোকজন নিয়মিত যাতায়াত করেন। বুধবার জামতলা বাজারের সাপ্তাহিক হাটের দিন হওয়ায় বিকেল ৫টা ৩০ মিনিটের দিকে মুচারবাড়ী ফেরীঘাট থেকে প্রায় ২০/২৫ জন লোক নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা জামধলা বাজারের দিকে রওনা হয়। নৌকাটি কংশ নদীর মাঝখানে পৌছালে হটাৎকরে একপাশে কাৎহয়ে ডুবে যায়। পরে স্থানীয়দের সহায়তায় নৌকার ২০ জন যাত্রীকে উদ্ধার করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত হতাহতের সঠিক কোন খবর পাওয়া যায়নি। নদীর তীরে উঠে আসা যাত্রীদের দাবী এখনো তাদের মধ্যথেকে ৩ জন নিখোঁজ রয়েছেন।
খবর পেয়ে নেত্রকোনা থেকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌছে নিখোঁজদের উদ্ধার চেষ্টা চালাচ্ছে।
দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব উল আহসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ ঘটনায় দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি নৌকা ডুবির কথা স্বীকার করে বলেন, নৌকার বেশীরভাগ যাত্রী সাতরে তীরে উঠতে সক্ষম হলেও এখনও ২ জন যাত্রীর কোন খোঁজ পাওয়া যাচ্ছে না।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available