• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৩৯:০০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৩৯:০০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

টেকনাফে বার্মিজ মার্কেটে আগুন: শতাধিক দোকান ক্ষতিগ্রস্ত

৬ জুলাই ২০২৩ দুপুর ০২:০২:১৮

টেকনাফে বার্মিজ মার্কেটে আগুন: শতাধিক দোকান ক্ষতিগ্রস্ত

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজার টেকনাফের পৌর শহরের বার্মিজ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে শতাধিক দোকান পুড়ে গেছে। এসময় তাদের দোকানের অনেক মালামাল চুরি হয়ে গেছে বলেও অভিযোগ করেন তারা। অগ্নিকাণ্ডে আনুমানিক দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতির হয়েছে বলে জানা গেছে।

৫ জুলাই বুধবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে। তবে আগুনের সূত্রপাত কোথা থেকে তা এখনও স্পষ্ট জানা যায় নি।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে টেকনাফ ও উখিয়ার ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে প্রায় ৩ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কোন বড় ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি। জানা গেছে, ওই মার্কেটে ১৬৪টি দোকান ছিল।

এদিকে বৃহস্পতিবার সকালে ক্ষতিগ্রস্ত ব্যবসায়দের সাথে কথা বলে জানা যায়, আগুনের ক্ষয়ক্ষতি থেকে বাচাঁতে রাতে যখন ব্যবসায়ীরা তাদের দোকান থেকে মালামাল সরানোর চেষ্টা করেন, তখন স্থানীয় কিছু অসাধু লোক তাদের সহযোগিতা করার কথা বলে অনেক মালামাল চুরি করে নিয়ে গেছে। আগুনে পুড়ার পাশাপাশি তাদের অনেক মালামাল চুরি হয়ে গেছে বলে অভিযোগ করেন ব্যবসায়ীরা।

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান জানান, বার্মিজ মার্কেটে আগুন লেগেছে শুনামাত্র রাতেই ঘটনাস্থলে গিয়েছি। ফায়ার সার্ভিসসহ অনেকেই আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫