শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুর জেলার শিবচরে একটি ইলেকট্রনিক্সের দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় দোকানের কর্মচারীকে বেঁধে রেখে প্রায় ২০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাত দল।
৪ জুলাই মঙ্গলবার দিবাগত মধ্যরাতে উপজেলার পাঁচ্চর ইউনিয়নের মাদবরেরচর এলাকায় এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, উপজেলার মাদবরেরচর এলাকার আব্দুল লতিফ মিয়ার পপুলার ট্রেড হাউজ নামের একটি ইলেকট্রনিক্স দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে ৬/৭ জনের ডাকাত দল। ভেতরে ঢুকেই দোকান লাগোয়া গোডাউনে ঘুমন্ত অবস্থায় থাকা কর্মচারী সাজ্জাদ মিয়ার (২৪) হাত-পা বেঁধে ফেলে মালামাল লুটে নেয় তারা। এ সময় ডাকাত দল দোকান থেকে নগদ ১ লাখ ১৫ হাজার টাকা, ৪৫টি টিভি, ১০টি ফ্রিজ, ১২টি গ্যাসের চুলা, ১০টি রাইস কুকার, ১৫টি প্রেসার কুকার, ১০টি ব্লেন্ডার মেশিন, ২৫টি আয়রন মেশিন, ২টি পানির ফিল্টার, ২টি এয়ার কুলার, ৫টি ওয়াশিং মেশিন, ৪টি সাউন্ড বক্সসহ ২০ লাখ ৬ হাজার ৯০০ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। শো-রুমের সামনেই এক্সপ্রেসওয়ের সংযোগ সড়কে দু’টি পিকআপে করে মালামাল লুট করে নিয়ে যায় ডাকাত দল। ডাকাতি শেষে সিসিটিভি ভাঙচুর এবং হার্ডডিস্ক খুলে নিয়ে যায় তারা। পরে দোকানের কর্মচারী সাজ্জাদ কৌশলে পায়ের বাঁধন খুলে পেছনের দরজা দিয়ে বাইরে গিয়ে স্থানীয়দের ডাক দেয়। এ সময় স্থানীয়রা ধাওয়া করলে ডাকাতদল পিকআপ নিয়ে পালিয়ে যায়।
দোকানের মালিক আব্দুল লতিফ মিয়া বলেন, ডাকাতরা দোকানের সামনেই দু’টি পিকআপ রেখে ডাকাতি শেষে মালামাল নিয়ে পালিয়ে যায়। আমার প্রায় ২০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবচর থানার উপ-পরিদর্শক (এসআই) নূর মোহাম্মদ বলেন, এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আমরা ঘটনাটি সঠিকভাবে তদন্ত করছি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available