নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে বজ্রপাতে বিকাশ চন্দ্র বর্মন (৩৫) নামের এক কৃষক মারা গেছে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার বজ্রপাতে কৃষক নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
বুধবার ৫ জুলাই নীলফামারী সদর উপজেলার চাপড়া সরনজানী ইউনিয়নের লতিফ চাপড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। সে ওই গ্রামের মৃতকান্দুরা বর্মনের পুত্র।
স্থানীয়রা জানায়, দুপুরে প্রচণ্ড বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হয়। এ সময় জমিতে কয়েকজন কৃষক আমনের চারা রোপন করছিল। কৃষক বিকাশ চন্দ্র বর্মন জমির পাশে রাখা আমন ধানের চারা আনতে গেলে সেখানে বজ্রপাতের ঘটনা ঘটে। বজ্রপাতে তার শরীর ঝলসে গিয়ে ঘটনাস্থলেই মারা যায়।
এ বিষয়ে ঐ এলাকার ইউপি সদস্য আব্দুল্লাহ জানান, বিকাশ বজ্রপাতে মারা গেলেও অপর কয়েকজন কৃষক ভাগ্যক্রমে বেঁচে যায়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি | সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available