সিলেট প্রতিনিধি: দেশের সার্বিক নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সিলেট ও সিলেট বিভাগের অন্যান্য জেলা এবং ব্রাহ্মণবাড়িয়াতে পর্যাপ্ত টহল মোতায়েন করেছে র্যাব-৯ ।
৭ জুলাই বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-৯ জানায়, জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় এবং যেকোনো ধরনের অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে ত্রই ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ পাঁচটি জেলা সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় নিয়মিত রোবাষ্ট পেট্রোল পরিচালনা করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গুরুত্বপূর্ণ পয়েন্টগুলিতে ধারাবাহিকভাবে চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। র্যাব-৯ এর এ রোবাষ্ট পেট্রোল কার্যক্রম ভবিস্যতেও চলমান থাকবে। এছাড়া যেকোন সহিংসতা বা নাশকতার বিরুদ্ধে র্যাব বদ্ধপরিকর।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available