ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। পরে উভয়পক্ষের ৯ জনকে আটক করেছে পুলিশ। ৬ জুলাই বৃহস্পতিবার রাতে উপজেলার ঘাগড়া ইউনিয়নের খলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহতদের প্রথমে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সৈয়দ নজরুল মেডিকেল কলেজ হাসপাতাল ও কিশোরগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নেওয়া হয়েছে। গুরুতর অবস্থায় হান্নান (২৫) নামে একজনকে ঢাকায় পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
আটকরা হলেন- টিপন, লিটন, পলাশ, চাঁন মিয়া, হাছান, কুহিনূর, ডালিম, মাজহারুল ও মনির। তাদের সবার বাড়ি ঘাগড়া ইউনিয়নের খলাপাড়া গ্রামে।
জানা গেছে, দুই বছর আগে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে আশরাফ মওলানা ও পুরান বাড়ির জামাল মিয়ার পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে জামাল মিয়ার পক্ষের আনোয়ার (২৮) নামে একজন নিহত হন। এ নিয়ে মামলা চলছে। বৃহস্পতিবার এ বিরোধের জেরে দু’পক্ষের মধ্যে আবার সংঘর্ষ বাঁধে।
মিঠামইন থানার ওসি কলিন্দ্রনাথ গোলদার জানান, সংঘর্ষের পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available