• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৩৮:১৮ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৩৮:১৮ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ভোলা থেকে ঢাকাগামী লঞ্চগুলোতে যাত্রীদের উপচে পড়া ভিড়

৭ জুলাই ২০২৩ সন্ধ্যা ০৭:১১:১৯

ভোলা থেকে ঢাকাগামী লঞ্চগুলোতে যাত্রীদের উপচে পড়া ভিড়

এম এন আলম, ভোলা  প্রতিনিধি: ঈদের আনন্দ ছুটি শেষে কর্মস্থলে ফিরতে ভোলার লঞ্চঘাটগুলোতে যাত্রীদের উপচে পড়া ভিড়। ঈদের দাওয়াত প্রিয়জনদের সাথে কয়েকদিন কাটিয়ে জীবিকার তাগিদে কর্মস্থলে ফিরছেন কর্মস্থল মুখী মানুষ। ভোলা থেকে এদের বেশিরভাগ মানুষের গন্তব্য স্থান রাজধানী ঢাকা ও বন্দরনগরী চট্টগ্রাম।

৭ জুলাই শুক্রবার সকাল থেকে ভোলার ইলিশা লঞ্চঘাটে ছিল যাত্রীদের পচে পড়া ভিড় দেখা গেছে। দ্বীপ জেলা ভোলার মানুষের সহজ ও আরামদায়ক যাতায়াতের  মাধ্যম নৌপথ থাকায় লঞ্চই তাদের একমাত্র ভরসা।

ভোলা ইলিশা লঞ্চ ও ফেরি ঘাটে কর্মমুখী মানুষের অধিকাংশ বিভিন্ন কল-কারখানা ও প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা কর্মচারি। পরিবারের সাথে ঈদ করতে নাড়ির টানে গ্রামে ফিরে এলেও এখন জীবিকার টানে ছুটছেন তারা। ইলিশা ফেরি, সি-ট্রাক ও লঞ্চ টার্মনালে যাত্রীদের উপচে পড়া ভিড় চোখে পড়েছে। ভোগান্তি উপেক্ষা করে জীবিকার টানে ফিরছেন মানুষ। তবে সবচেয়ে বেশি বিড়ম্বনার মধ্যে পড়ছেন নারী ও শিশুরা ।

ইলিশা ঘাটে যাত্রী বোঝাই করে লক্ষীপুরের উদ্দেশে ছাড়ছে লঞ্চগুলো। তবে সবচেয়ে বেশি চাপ ভোলার ব্যস্ততম ইলিশা লঞ্চ ঘাট। এখানে সকাল থেকে রাত্র পর্যন্ত প্রায় ১৫-২০টি লঞ্চ ঢাকা, ফেনি ও লক্ষীপুরের উদ্দেশে ছেড়ে যায়। শুক্রবার সকালে লঞ্চঘাট ঘুরে কথা হয় অপেক্ষমান একাধিক যাত্রীর সাথে।

মো. ইব্রাহিম বলেন, পরিবার নিয়ে ঈদ করতে নিজ বাড়ি ভোলা উত্তর দিঘলদী এসেছি ঈদ পালন করে ঢাকা কর্মস্থলে ফিরতে চাই। আগামী রোববার থেকে আমার অফিস। তাই ঈদের ছুটি এক দিন থাকলেও নিরিবিলি ঢাকায় যাওয়ার জন্য লঞ্চে উঠেছি পরিবার-পরিজন নিয়ে। কিন্তু লঞ্চে অনেক জ্যাম ।

এ সময় ইলিশা ঘাট থেকে বেশিরভাগ লঞ্চ ধারণ ক্ষমতার অধিক যাত্রী নিয়ে চলাচল করতে দেখা গেছে। তবে ঘাটে বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ ও নৌ-পুলিশ রয়েছে।

এ বিষয়ে ভোলা নদী বন্দরের সহকারী পরিচালক মো. শহিদুল ইসলাম বলেন, নৌ যানগুলো যাতে অতিরিক্ত যাত্রী উঠাতে না পারে সে জন্য বিআইডব্লিউটিএ মনিটরিং করছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫



নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:১১:৫০