ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসক কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসময় হামলাকারী নাসির উদ্দীনকে (২৫) বাধা দিতে গেলে ঠাকুরগাও সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রশিদ গুরুতর আহত হয়। এ ঘটনায় হামলাকারীকে আটক করেছে পুলিশ।
আটক নাসির উদ্দীন হরিপুর উপজেলার গেদুরা ইউনিয়নের মারাধার পারুল পাড়ার মৃত আব্দুল লতিফের ছেলে।
শনিবার সকাল সাড়ে ৮টায় জেলা প্রশাসক কার্যালয়ের তালা ভেঙে ভেতরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালান নাসির। বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন।
পুলিশ জানায়, সকালের দিকে জেলা প্রশাসক ভবনের তালা ভেঙ্গে নাসির উদ্দীন উপরে উঠে। এরপর একটি বেলচা দিয়ে প্রায় ৩১ টি জানালার থাই গ্লাসসহ মুজিব কর্নারের সকল গ্লাস ও দরজা ভাঙচুর করে। অনেক শব্দ পেয়ে জেলা প্রশাসকের নৈশ্য প্রহরী এগিয়ে আসলে তাকেও মারপিট করে। পরে সে পুলিশের খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসেন। এসময় নাসিরকে বাধা দিতে গেলে সে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রশিদকে গুরুতর জখম করে। পরে স্থানীয় জনগণের সহযোগিতায় পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।
তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শনে আসেন জেলা প্রশাসক মাহবুবুর রহমান ও জেলা পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানালেন জেলা প্রশাসক মাহবুবুর রহমান।
এদিকে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন জেলা পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available