নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার নবাবগঞ্জের কাশিমপুর এলাকায় রশিদ শিকদারের অর্ধনির্মিত টিনকাঠের দোকানঘর ভেঙ্গে অন্যত্র সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ মিজানুর রহমানের বিরুদ্ধে।
৭ জুলাই শুক্রবার সকাল ৬ টার দিকে এ ঘটনা ঘটে৷ তাৎক্ষণিক রশিদ শিকদার জরুরী সেবা ৯৯৯-এ কল করলে ঘটনাস্থলে উপস্থিত হন পুলিশ৷ পুলিশ উপস্থিত হওয়ার আগেই পালিয়ে যায় জড়িতরা৷ ওই দিন সন্ধ্যায় থানায় এ ঘটনায় একটি লিখিত অভিযোগ করেন রশিদ।
অভিযোগ করে রশিদ শিকদার বলেন, নবাবগঞ্জের নিউ লাইফ মেডিকেলের পাশে ওয়ান ব্যাংকের বিপরীত পাশে কাশিমপুর মৌজায় ওই এলাকার মতিউর রহমানের কন্যা হাবিবা রহমানের কাছ থেকে পিতার ওয়ারিশানপ্রাপ্ত ১৯ শতাংশ জমি সাব-কবলা দলিল মূলে ক্রয় করেন রশিদ৷ যার দলিল নং ২২০৬। হাবিবার দুই ভাই মিজানুর ও শাহানুর রহমান স্থানীয় কিছু অসাধু ব্যক্তির যোগসাজশে জমি বিক্রি করেনি মর্মে বিভিন্নভাবে তাকে হয়রানি করে আসছে। এরই জের ধরে মিজানুর রহমান, শাহানুর রহমান ও বাহ্রা ইউনিয়ন যুবলীগের সভাপতি রাজু আহমেদে উপস্থিতিতে অজ্ঞাত আরও ২৫-৩০ জন লোক এসে ওই জমিতে নির্মাণাধীন দোকান ভাঙচুর করে৷
এছাড়া এ জমি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে বলেও জানান তিনি।
এ বিষয়ে জানতে মিজানুর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি৷ তবে বাহ্রা ইউনিয়ন যুবলীগের সভাপতি রাজু আহমেদ জানিয়েছেন, আমি ওই মার্কেটে ব্যবসা করি। সে হিসেবে মার্কেট মালিক মিজানুর রহমান তার সাথে দেখা করতে বললে আমি এসেছিলাম৷ তবে ভাঙচুরের সাথে আমি সম্পৃক্ত নই।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নবাবগঞ্জ থানায় শুক্রবারে দায়িত্বরত ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মফিজুর রহমান মোল্লা এশিয়ান টেলিভিশন অনলাইনকে জানান, এঘটনায় রশিদ শিকদার থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত সাপেক্ষে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available