সিলেট প্রতিনিধি: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, দক্ষ এবং প্রশিক্ষিত মানবসম্পদ না হলে স্মার্ট বাংলাদেশ গড়া যাবে না। এজন্য দক্ষ মানবসম্পদ তৈরিতে প্রশিক্ষণের বিকল্প নেই। শেখ হাসিনার সরকার সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সরকারের দৃশ্যমান উন্নয়নের কথা স্বীকার করতে হবে, প্রচার করতে হবে।
৭ জুলাই শুক্রবার বিকেলে সিলেটের ফেঞ্চুগঞ্জে নবনির্মিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, টিটিসি’র প্রশিক্ষণার্থীরা দেশে বিদেশে কর্মসংস্থানের সুযোগ ও সম্মান পাবেন। এখন বিদেশ থেকে দক্ষ শ্রমিকের চাহিদা বেশি আসে। দক্ষ শ্রমিকেরা বিদেশে গেলে দেশের রেমিট্যান্স প্রবাহ বাড়বে।
মন্ত্রী ইমরান আহমদ ফেঞ্চুগঞ্জে টিটিসি প্রতিষ্ঠায় মরহুম এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী এবং বর্তমান এমপি হাবিবুর রহমান হাবিবের অক্লান্ত প্রচেষ্টার কথা স্মরণ করেন। তিনি বলেন, সাফল্য অর্জন করতে হলে লেগে থাকতে হয়। নিবেদিত প্রাণ হলে জনগণের ভালোবাসা পাওয়া যায়।
টিটিসি প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. আহমেদ মুনীরুছ সালেহীন।
প্রাক্তন ছাত্রনেতা ও সাংবাদিক শাহ মুজিবুর রহমান জকন এবং ছাত্রনেতা মাফফুজুর রহমান জাহাঙ্গীরের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, টিটিসি প্রকল্প পরিচালক ও যুগ্ম সচিব মো. সাইফুল হক চৌধুরী, সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. নূরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার ফারজানা প্রিয়াংকা, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছিত টুটুল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মুহিব উদ্দিন বাদল প্রমুখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available