কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি: সুইডেনের রাজধানী স্টকহোমে মুসলমানদের পবিত্র ধর্ম গ্রন্থ আল কোরআন অবমাননার প্রতিবাদে কুতুবদিয়ায় সভা ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।
৮ জুলাই শনিবার আসরের নামাজের পর উপজেলার ধূরুং বাজারে কুতুবদিয়া উপজেলা মুফাসসির পরিষদের উদ্যোগে এ প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ধূরুং পাইলট উচ্চ বিদ্যালয়ের গেটে গিয়ে শেষ হয়।
এ সময় উপজেলা মুফাসসির পরিষদের সভাপতি মাওলানা মুফতি ফরিদুল ইসলাম জিহাদি, সাধারণ সম্পাদক মাওলানা জসিম উদ্দিন, মাওলানা আইয়ুব খান, মাওলানা মনির উল্লাহ, মাওলানা ফোরকান উদ্দিন, মাওলানা আবুল কালাম আজাদসহ অনেকেই বক্তব্য রাখেন।
উল্লেখ্য, ঈদুল আজহার দিন সালওয়ান মমিকা (৩৭) নামে ইরাক প্রবাসী এক ব্যক্তি স্টকহোমের প্রধান মসজিদের বাইরে পবিত্র কোরআনের কয়েকটি পাতা ছিঁড়ে ফেলে এবং পরে সেগুলোতে আগুন দেয়। পুলিশ তাকে এই কাজ করার অনুমতি দিয়েছিল। এই ঘটনায় বিশ্বজুড়ে ক্ষোভের সৃষ্টি করেছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available