মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সড়ক পাকা করার দাবিতে ধানের চারা রোপন করে প্রতিবাদ জানানো হয়েছে টাঙ্গাইলের মধুপুর উপজেলার গোলাবাড়ি ইউনিয়নে।
৮ জুলাই শনিবার মধুপুরে বেলুটিয়া-ভাইঘাট সড়ক পাকাকরনের দাবিতে এ অভিনব প্রতিবাদের আয়োজন করা হয়।
জানা যায়, গোলাবাড়ি ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বেলুটিয়া-ভাইঘাট সড়কটির বেহাল দশার কারণে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এ অবস্থায় বারবার বলার পরেও রাস্থাটি পাকা করা না হলে সংশ্লিষ্ট কতৃপক্ষের দৃষ্টি আকর্ষনে রাস্তাটিতে ধানের চারা রোপন করে প্রতিবিাদ কর্মসূচি পালন করে স্থানীয়রা। এসময় প্রতিবাদ কর্মসূচি থেকে সড়কটি পাকা করার দাবি করা হয়।
স্থানীয় আব্দুর রহিম (৩৬) জানান, বেলুটিয়া কোরবান আলীর বাড়ির পাকা রাস্তা থেকে চাকন্ড লক্ষীপুর আবুল হোসেন এর বাড়ি পর্যন্ত রাস্তা পাকা করা প্রয়োজন। আবুল হোসেনের বাড়ি পর্যন্ত গোলাবাড়ি ইউনিয়ন। বাকিটুকু ধনবাড়ি উপজেলার ধোপাখালি ইউনিয়ন। ওই ইউনিয়নের টুকু পাকা। কোয়াটার কিলোমিটার পাকা হলে স্থানীয়দের চলাচল কষ্ট কমে যাবে। তিনি আরও জানান, তাদের গ্রামের লোজজন সংশ্লিষ্ট কতৃপক্ষের দৃষ্টি আর্কষণের জন্য অভিনব এ প্রতিবাদের পথ বেছে নিয়েছে।
এ ঘটনায় স্থানীয় গোলাবাড়ী ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা খান বাবলু জানান, বিষয়টি আমি শুনেছি। ঐ রাস্তাটুকু পাকা হওয়ার বাকী রয়েছে। পাকাকরণ প্রক্রিয়াধীন রয়েছে। পাকাকারণ কাজ আমার দায়িত্বের মধ্যে পড়ে না। তিনি স্থানীয় এমপি, কৃষিমন্ত্রীর সাথে কথা বলেছেন যাতে রাস্তাটুকু দ্রুত পাকা করা হয়। পরে তিনি আপাতত জনসাধারনের চলাচলের সুবিধার্থে ইট বালু ফেলে চলাচলের উপযোগী করে দেয়ার কথা বলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available