পটুয়াখালী প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন বলেছেন, দেশের প্রতিটি ইউনিয়নে ৫ থেকে ৬ হাজার মানুষ কোনো না কোনো ভাবে সরকারি সুবিধা নিচ্ছে। অতীতে বিএনপি, জাতীয় পার্টিসহ এদেশে অনেক সরকার ছিলো। কিন্তু এই রকম বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যক্ত ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, মৎস্য ভাতাসহ আরও অনেক ভাতা এবং ভিজিডি-ভিজিএফের চাল, স্বল্পমুল্যে টিসিবি পণ্য, ৪০ দিনের কর্মসূচি, আশ্রয়ণ প্রকল্পসহ জনগণকে এত সুবিধা অতীতে কোনো সরকার দেয়নি।
১১ জুলাই মঙ্গলবার সকাল ১১ টায় পটুয়াখালীর কালিকাপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে শেখ হাসিনা সরকারের সুবিধাভোগীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
৭নং কালিকাপু ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সালমা জানানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নান, পটুয়াখালী উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মো. গোলাম সরোয়ার প্রমুখ।
সভা সঞ্চালনা করেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সদস্য মিজানুর রহমান মনির খান।
এসময় ৭নং কালিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যসহ শেখ হাসিনা সরকারের বিভিন্ন কর্মসূচির উপকারভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
অ্যাডভোকেট আফজাল হোসেন বলেন, একমাত্র শেখ হাসিনা মানুষকে ভালোবাসেন ও সম্মান করেন। মানুষ যাতে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারে সেজন্য সবসময় সাহায্যের হাতটি বাড়িয়ে দেন। এটি অন্য কোনো সরকার করেনি। যে সরকার এই কাজটি করে, অবশ্যই তাঁর প্রতি আমাদের কৃতজ্ঞতা থাকতে হবে।
তিনি আরও বলেন, শেখ হাসিনা সরকারকে আগামীতে সরকার পরিচালনার জন্য টিকিয়ে রাখতে পারি, তাহলে তিনি সারাদেশের মানুষের জন্য যত উন্নয়ন কর্মযজ্ঞ করছেন, সেই কর্মযজ্ঞ অব্যাহত থাকবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available