সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ের কাঁচপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরমান হোসেন রোহান (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন তার ছোট ভাই মো. রিপন (২০)।
তাদের বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলার দক্ষিণ ঘাটা গ্রামে। তাদের বাবার নাম মো.হোসাইন মিয়া। মাইফুলা কবির কারিগরি স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন রোহান।
১১ জুলাই মঙ্গলবার সকাল ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ১০১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রোহান মারা যান।
তাদের হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী গোলাম মোস্তফা জানান, তিনি নিজেও নারায়ণগঞ্জ থাকেন। রোহান ও রিপন চাকরির জন্য গ্রাম থেকে সোমবার রাত সাড়ে ১০টার দিকে নারায়ণগঞ্জের উদ্দেশে রওনা দেন। ভোরে তাদের রিসিভ করার কথা ছিল গোলাম মোস্তফার। ফজরের সময় কাঁচপুর নেমে তারা দুই ভাই মোস্তফাকে ফোন দেন। তখন মোস্তফা বাসা থেকে বের হয়ে কাঁচপুর গিয়ে তাদের দেখতে পান না। তখন তাদের নম্বরে কল দিলে চিৎকার শুনতে পান। পাশেই থাকা পুলিশের টহল দলকে জানালে তাদের সহযোগিতায় অদূরে একটি ব্রিজের ওপর তাদের দুই ভাইকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যান।
ওই দুই ভাইয়ের বরাত দিয়ে তিনি জানান, বাস থেকে কাঁচপুর নামার পর কয়েকজন ছিনতাইকারী তাদের পাশের একটি ব্রিজে নিয়ে যায়। সেখানে তাদের অস্ত্রের মুখে জিম্মি করে সব কিছু বের করে দিতে বলে। দুই ভাই প্রতিবাদ করায় ছিনতাইকারীরা তাদের দু’জনেরই পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, রোহানের মরদেহটি মর্গে রাখা হয়েছে। আর আহত রিপনের অস্ত্রোপচার চলছে। তার অবস্থাও আশঙ্কাজনক।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available