লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে পারিবারিক ঘটনায় ভাতিজার লাঠির আঘাতে চাচা নিহত হওয়ার খবর পাওয়া গেছে। কনেপক্ষের কাছে ছেলের নামে অপবাদ ছড়ানোর প্রতিবাদ করায় ভাতিজার লাঠির আঘাতে চাচা সুজায়েত উল্যাহ পাটোয়ারী (৬২) খুন হয়েছেন।
১১ জুলাই মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের উত্তর বাঞ্চানগর এলাকায় বায়েজীদ পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত সুজায়েত একই বাড়ির মৃত এনায়েত উল্যাহ পাটোয়ারীর পুত্র।
স্থানীয়রা জানান, চলতি মাসে সুজায়েত উল্যাহ পাটোয়ারীর ছেলে সৌরভের বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু তার (সুজায়েত) ভাই হানিফ পাটোয়ারী ও ভাতিজা কিরন পাটোয়ারী কনে পক্ষের কাছে সৌরভের বিরুদ্ধে অপবাদমূলক কথা ছড়ায়৷ এ ঘটনার কারণ জিজ্ঞেস করতে গেলে তারা তর্কে জড়িয়ে পড়েন তারা। এ সময় সুজায়েতকে কিল-ঘুষি মারেন কিরন ও তার বাবা হানিফ৷ একপর্যায়ে কিরনের লাঠির আঘাতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
সুজায়েতের আরেক ভাতিজা আজাদ পাটোয়ারী বলেন, ঘটনার সময় আমার চাচা সুজায়েত পুকুরে গোসল করতে যাচ্ছিলেন। পথে তার সঙ্গে কিরন ও তার বাবা তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে তারা আমার চাচাকে মারধর করলে সে লাঠির আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে।
স্থানীয় ১৪নং ওয়ার্ড পৌর কাউন্সিলর জহিরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরে পুলিশ এসে মরদেহ নিয়ে গেছে।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মোসলেহ উদ্দিন বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তরা ঘটনার পরপরই আত্মগোপনে চলে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available