লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি: রাঙ্গামাটির লংগদু উপজেলায় সেনা জোনের আয়োজনে মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করা হয়েছে।
১২ জুলাই বুধবার সকাল ১১টায় জোনের অন্তর্গত র্যাংকাইজ্জা প্রাথমিক বিদ্যালয় ও ডাঙ্গাবাজার এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষুধ বিতরণ করা হয়।
লংগদু জোন কমান্ডার লেফট্যানেন্ট কর্নেল হিমেল মিয়া (পিএসসি)-এর দিক নির্দেশনায় এবং রেজিমেন্টাল মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন জোবায়ের আহমেদ সজলের নেতৃত্বে এ মেডিক্যাল ক্যাম্প পরিচালিত হয়।
ক্যাম্পে দাঙ্গাবাজার এলাকার প্রায় ১৭০ জন চিকিৎসা বঞ্চিত, দুস্থ ও অসহায় বাঙ্গালী ও পাহাড়ী জনগোষ্ঠীর মাঝে চিকিৎসা প্রদান করা হয়। ক্যাম্পে বিনামূল্যে ঔষুধ বিতরণের পাশাপাশি ব্লাড প্রেসার এবং ডায়বেটিস টেস্ট করা হয়।
এসময় স্থানীয় উপকারভোগীরা লংগদু জোনের এই বিনামূল্যে চিকিৎসা সহায়তার ভূয়সী প্রশংসা করেন এবং জোন কমান্ডারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available