মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে বিক্রির উদ্দেশ্যে ৬ মাসের গর্ভবতী কুকুরে কামড়ানো গরুর মাংস জব্দ করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। একইসাথে গরুর মাংস কেনা-বেচায় জড়িত ২ জনকে দেড়লাখ টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।
জানা যায়, ১১ জুলাই মানিকগঞ্জের ঘিওরে এক গৃহস্থের গর্ভবতী গরুকে কুকুরে কামড় দিলে ঐ গৃহস্থ গরুর ব্যাপারী মো. সাগরের কাছে গরুটি বিক্রি করে দেয়। সাগর পিকআপ ভ্যানে তুলে গাভিটি জবাই করে মাংস মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের কসাই পট্রিতে সাগর মাংস ভান্ডারের মালিক সাগর আলীর কাছে বিক্রি করেন। ৩ মন মাংস ব্যবসায়ী সাগর আলী তার বাড়ির ফিজে সংরক্ষণ করছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকারের নেতৃত্বে রাতভর অভিযান চালিয়ে মাংস ব্যাবসায়ী সাগর আলীর বাড়ি থেকে মাংস জব্দ করে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। পরে মানিকগঞ্জ পৌরসভার ময়লার ভাগারে মাংসগুলো ধ্বংস করা হয়।
এ অভিযানে সার্বিক নির্দেশনা প্রদান করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের পরিচালক মনজুর মো. শাহরিয়ার ও মানিকগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available