ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি চোরাই গরু উদ্ধার করা হয়েছে। এ সময় ২ গরু চোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
১১ জুলাই মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩ টায় উপজেলার নুরজাহানপুর গ্রামে এ চুরির ঘটনা ঘটে। আটকরা হলেন, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাল্লা গ্রামের রুহুল আমিনের ছেলে ওয়ায়েস কুরনী (১৮) ও একই উপজেলার বড় দিঘীরপাড় গ্রামের রাজা মিয়ার ছেলে সাজেদুল ইসলাম (২২)।
জানা গেছে, পার্শ্ববর্তী গাইবান্ধার গোবিন্দগঞ্জ এলাকার সংঘবদ্ধ একটি চোরের দল নুরজাহানপুর গ্রামের মাংস বিক্রেতা লেবু মিয়ার বাড়িতে প্রবেশ করে। এ সময় গোয়াল ঘর থেকে ৫টি গরু চুরি করে পালানোর সময় বাড়ির মালিক চোরের উপস্থিতি টের পেয়ে চিৎকার করলে স্থানীয় জনতা তাদেরকে ধাওয়া করে ও আশেপাশে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে ৫টি গরু উদ্ধার করে। পরে ঘোড়াঘাট খন্দকার বদরে আরেফিন ফিলিং স্টেশনের কাছ থেকে ২ চোরকে আটক করে চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়। খবর পেয়ে ঘোড়াঘাট থানার পুলিশ ২ চোরকে আটক করে পিকআপ ভ্যানসহ থানায় নিয়ে আসে। জিজ্ঞাসাবাদে আটকদের স্বীকারোক্তি অনুযায়ী চুরির কাজে তাদের সাথে আরও ৫ জন জড়িত ছিলো বলে জানা যায়।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, থানায় এজাহারে ৫ জন এবং অজ্ঞাত আরও কয়েক জনের বিরুদ্ধে গরু চুরির মামলা দায়ের করে আসমিদের দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়। অপর আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available