চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাকে বিশেষ কায়দায় লুকিয়ে পাচারের সময় ২১ হাজার ৪৭০ পিছ ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে পুলিশ। এ সময় ইয়াবা পাচারের দায়ে ৪ জন পাচারকারীকে গ্রেফতার করা হয়ে।
আটকরা হলেন, বান্দরবান জেলার লামা থানার গুলবানুর ঝিরি গ্রামের রমজান আলীর ছেলে মো. সোহেল ও শাহ আনোয়ার এবং কক্সবাজার জেলার টেকনাফ থানার হাতিয়ারঘোনা গ্রামের মৃত কবির আহম্মেদের ছেলে নুরুল ফারুক ও নুরুল আলম। ১২ জুলাই বুধবার বিকেলে গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম মডেল থানার উপ-পরিদর্শক মোহাম্মদ আলমগীর।
জানা যায়, বুধবার ভোর রাতে উপ-পরিদর্শক আবদুল মতিনের নেতৃত্বে পুলিশের একটি দল চৌদ্দগ্রাম বাজারে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাতিসা গোলমানিক্য দীঘির পশ্চিম পাড়ে ঢাকামুখী একটি ট্রাক থামানোর সংকেত দেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সোহেল, শাহ আনোয়ার, নুরুল ফারুক ও নুরুল আলম ট্রাকটি থামিয়ে পালানোর চেষ্টা করে। পরে তাদের আটক করা হয়।
আটকদের স্বীকারোক্তি মোতাবেক ট্রাকের ভেতর থেকে ১২টি পোটলায় ১১৩ টি নীল রঙের বায়ুরোধক জিপার প্যাকেটে ভর্তি ২১ হাজার ৪৭০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ইয়াবা পাচারকাজে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়।
আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলা শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। অন্যদিকে উপ-পরিদর্শক অনুপম চক্রবর্তীর নেতৃত্বে পুলিশের আরেকটি দল ১২ জুলাই বুধবারে পরিচালিত এক অভিযানে পরিত্যক্ত অবস্থায় ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available