সিলেট প্রতিনিধি: সিলেটে গত ২৪ ঘণ্টায় নতুন করে আটজন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে তিনজন সিলেট ও চারজন হবিগঞ্জের ও একজন মৌলভীবাজারের বাসিন্দা।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর কার্যালয় সূত্রে জানা যায়, এ নিয়ে সিলেট বিভাগে ১০৩ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হলেন। এরমধ্যে সিলেটে ৭৫ জন, সুনামগঞ্জে ১২ জন, হবিগঞ্জে আটজন, মৌলভীবাজারে আটজন। আক্রান্তদের মধ্যে বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ১৬ জন।
তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে ডেঙ্গু রোগে এখনও কেউ মারা যায়নি। তবে এ বছর জানুয়ারি থেকে ১২ জুলাই পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১০৩ জন। এরমধ্যে সিলেট নগরের বিভিন্ন স্থানে এডিস মশার লার্ভা পাওয়া যাওয়ায় সিলেটে ডেঙ্গু ঝুঁকি ক্রমশ বেড়ে চলেছে।
সিলেট স্বাস্থ্য অধিদপ্তর কার্যালয়ের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. শরীফুল হাসান জানান, বিভাগে ১০৩ জন ডেঙ্গু রোগী রয়েছেন। তাঁদের মধ্যে বেশ কয়েকজন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বিভাগে ডেঙ্গু রোগে আক্রান্ত সবচেয়ে বেশি গোয়াইনঘাট উপজেলার। আক্রান্তদের কয়েকজন বাদে অধিকাংশেরই ট্র্যাভেল হিস্ট্রি নেই।
তিনি জানান, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নাই। সবার আগে এডিস মশার উৎসস্থল ধ্বংস করতে হবে। চলতি জুলাই মাসের ১২ দিনে আক্রান্ত হয়েছেন ৩৪ জন। প্রতিদিন আক্রান্তের সংখ্যা বাড়ছে।
এ বিষয়ে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম বলেন, সিটি কর্পোরেশন এলাকা থেকে ডেঙ্গু রোগী আক্রান্তের সংখ্যা খুবই কম। প্রতিদিনই নগরের কোনা কোনো এলাকায় মশকনিধন অভিযান অব্যাহত আছে। এডিস মশা নিধনে আমাদের স্বেচ্ছাসেবকরা ডোর টু ডোর কাজ করছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available