ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে ৩০০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ শাহিনুর ইসলাম (৩৭) নামে এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে পুলিশ।
১৩ জুলাই বৃহস্পতিবার দিবাগত রাত ৯টার দিকে উপজেলার ১নং বুলাকিপুর ইউনিয়নের দামোদরপুর শৌলা এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে পুলিশের চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়।
শাহিনুর ইসলাম উপজেলার কলাবাড়ি গ্রামের মৃত সুবিদের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঘোড়াঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ৯ টার দিকে উপজেলার ১নং বুলাকিপুর ইউনিয়নের দামোদরপুর শৌলা এলাকায় মাদক উদ্ধার ও গ্রেফতারি পরোয়ানা তামিল ডিউটি চলাকালে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের উপরে চেকপোস্ট স্থাপন করা হয়। দিনাজপুরের দিক থেকে আসা নম্বরবিহীন মোটরসাইকেল আরোহী পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল ফেলে দৌড়ে দিয়ে পালানোর চেষ্টা করে। পুলিশ শাহিনুর ইসলামকে আটক করে। এসময় অপর একজন পালিয়ে যায়।
এ প্রসঙ্গে ঘোড়াঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ জানান, থানা এলাকায় চেকপোস্ট বসিয়ে মাদক উদ্ধার ও পুলিশের ডিউটি চলাকালে শাহিনুর ইসলাম নামে একজনের শরীর তল্লাশি করে ৩০০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়, যারা আনুমানিক মূল্য ১ লক্ষ ২০ হাজার টাকা। শাহিনুর এ ট্যাবলেট অবৈধভাবে সংগ্রহপূর্বক জেলার বিভিন্ন এলাকায় মাদকসেবী ও মাদক কারবারিদের নিকট সরবরাহ করে আসতেন।
এ ব্যাপারে ঘোড়াঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available