নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় একাধিক মামলার আসামী মাদক সম্রাট লেলিন ইসলামকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।
১৫ জুলাই শনিবার দুপুরে উপজেলার দুন্দিবাড়ী ব্রিজপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
লেলিন চাওড়াডাঙ্গী (দুন্দিবাড়ী) গ্রামের মোফাজ্জল হোসেন মেম্বারের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন জলঢাকা থানার অফিসার ইনচার্জ মোক্তারুল আলম। তিনি জানান, গ্রেফতার আসামী একজন ধুরন্ধর প্রকৃতির লোক। অনেক কৌশলে তাকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, ওসি মোক্তারুল আলমের নেতৃত্বে এসআই আক্তারুজ্জামান, এস.আই গোলজার হোসেন, এএসআই মামুন, এএসআই মাইদুল সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে মাদকসহ সেবনরত অবস্থায় লেলিনকে গ্রেফতার করা হয়। এসময় তার দেহ তল্লাশী করে ২ পুড়িয়া হেরোইন, ২ পিস ইয়াবা ও ৪ পুড়িয়া গাঁজা পাওয়া যায়।
পরে তাকে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হয়। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার ময়নুল ইসলাম তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
উল্লেখ্য, মাদক সম্রাট লেলিনের বিরুদ্ধে ২১টি মাদক ও চুরি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available