দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে অত্যাধুনিক সব সুযোগ-সুবিধা নিয়ে উদ্ধোধন করা হয়েছে দেশের বৃহত্তম কলা হাটের। ১৬ জুলাই রোববার সকালে এ কলা হাটের উদ্বোধন করেন বীরগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র মোছা. কেয়া আক্তার।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মেয়র বলেন, কলা উৎপাদনের ক্ষেত্রে দিনাজপুর একটি অন্যতম জেলা। এখানে বিভিন্ন জাতের উন্নতমানের কলা চাষ করেন চাষিরা। কিন্তু সুষ্ঠু বাজার ব্যবস্থার অভাবে এর আগে কলার ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হতেন চাষীরা। কলা বাজারের জন্য কোন নির্দিষ্ট স্থানও ছিল না। আজ এ কলা বাজারের উদ্বোধনের মধ্য দিয়ে কলা চাষী ও ব্যবসায়ীদের দীর্ঘদিনের আশা পূরণ হলো।
মেয়র আরও বলেন, এ বাজারের মাধ্যমে উপকৃত হবে স্থানীয় চাষী ও ব্যবসায়ীরা। আগামী দিনে এখানকার উৎপাদিত কলা বিদেশে রফতানির কথাও তিনি জানান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর হুমায়ুন কবীর, মহিলা কাউন্সিলর সাবিনা আক্তারসহ কলা চাষী ও ব্যবসায়ীরা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available