মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি: ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের (দ্বিতীয় পর্যায়) আওতায় খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ১৬ জুলাই রোববার দুপুর ১টায় মাটিরাঙ্গা উপজেলা পরিষদ অডিটোরিয়াম মিলনায়তনে এ বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
মাটিরাঙ্গা উপজেলা জাতীয় মহিলা সংস্থার আয়োজনে বিশেষ উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান (প্রতিমন্ত্রীর পদ-মর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
মাটিরাঙ্গা উপজেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নুসরাত জাহান সুচীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি বার এসোসিয়েশনের সভাপতি এড. আশুতোষ চাকমা, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ডেইজী চক্রবর্তী ও মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা তথ্য সেবা কর্মকর্তা ফাল্গুনী ত্রিপুরা।
কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীর অংশগ্রহণ ও ক্ষমতায়ন দেশের সার্বিক অগ্রগতির অন্যতম শর্ত। এসময় আর্দশবান ও স্বদেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে তথ্যপ্রযুক্তির মাধ্যমে দক্ষ নারী হিসেবে তিনি নিজেদের গড়ে তোলার আহবান জানান। পুরুষের পাশাপাশি নারীও নিজের সংসার ও দেশের উন্নয়নে কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি।
পরে নারীদের তৈরি বিভিন্ন পণ্য নিয়ে তৈরি স্টল ঘুরে দেখেন কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available